শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপ বিবেচনায় বাংলাদেশের এই ম্যাচ গুরুত্বহীন। শ্রীলঙ্কার ক্ষেত্রেও একই অবস্থা। বিদায় নিশ্চিত হয়েছে দুদলেরই। তবে, লড়াইটা এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়ার। সেই সমীকরণ মাথায় নিয়ে আজ সোমবার (৬ নভেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ।
বাংলাদেশের এমন হতশ্রী পারফরম্যান্স কেউই আশা করেনি। বিশ্বকাপের আগে সাকিব আল হাসানরা যথেষ্ট ছন্দেই ছিলেন। কিন্তু, আসরে এসে খেই হারিয়ে ফেলেছে তারা। বাংলাদেশের এমন অবস্থা নিয়ে কথা বলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে গতকাল রোববার (৫ নভেম্বর) বাংলাদেশ হাথুরুসিংহে বলেন, ‘শ্রীলঙ্কা ও বাংলাদেশ বিশ্বকাপের আগে ভালোই খেলেছিল। এখন দুদলের অবস্থাই বেশ শোচনীয়। এই ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের সেমিতে খেলার সুযোগ হারিয়েছি আমরা। কিন্তু, চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আমাদের বাকি ম্যাচগুলোতে সেরাটাই দিতে হবে।’
ম্যাচ নিয়ে শ্রীলঙ্কান কোচ ক্রিস সিলভারউড বলেন, ‘ভারতের সঙ্গে আমরা খুব বাজেভাবে হেরেছি। আমরা সেটি ভুলে গেছি। ছেলেদের নজর সামনের ম্যাচে। নিজের সহজাত খেলাটা খেলতে ওদের স্বাধীনতা দেওয়া আছে। আমরা ভালো একটি ম্যাচের অপেক্ষায় আছি।’