অবশেষে বাংলাদেশ একাদশে তানজিম সাকিব

বিশ্বকাপে বাংলাদেশ ইতোমধ্যে সাত ম্যাচ খেললেও একটি ম্যাচেও মাঠে নামেননি তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে আজ সোমবার (৬ নভেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো একাদশে সুযোগ পেলেন সাকিব। এর মধ্য দিয়ে বিশ্বকাপে অভিষেক হচ্ছে তরুণ এই পেসারের। তাকে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান।
বিশ্বকাপ বিবেচনায় বাংলাদেশের এই ম্যাচ গুরুত্বহীন। শ্রীলঙ্কার ক্ষেত্রেও একই অবস্থা। বিদায় নিশ্চিত হয়েছে দুদলেরই। তবে, লড়াইটা এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়ার। সেই সমীকরণ মাথায় নিয়ে আজ শ্রীলঙ্কার মোকাবিলা করছে বাংলাদেশ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
বোলিং বেছে নেওয়ার কারণ হিসেবে সাকিব বলেন, ‘মাঠ দেখে মনে হয়েছে সন্ধ্যায় বল করাটা একটু কঠিনই হবে। সে কারণে আগে বোলিং নেওয়া। আশা করছি আজকের ম্যাচে বাংলাদেশ লড়াই করবে এবং ম্যাচটা আমরা জিতব।’
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।