বাংলাদেশকে সাপোর্ট দিতে মাঠে হানি সিং, আল্লু অর্জুন ও সুনিল নারিন

বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার (৬ নভেম্বর) টস জিতে বোলিং বেছে নেয় বাংলাদেশ। গ্রুপ পর্ব থেকে সাকিব আল হাসানদের বিদায় নিশ্চিত হলেও ম্যাচ নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এমনকি ভারতীয় দর্শকদের অনেকেই এসেছেন বাংলাদেশকে সমর্থন দিতে।
ম্যাচ শুরুর আগে অরুণ জেটলি স্টেডিয়ামের গেটে দেখা গেছে হানি সিং, আল্লু অর্জুন ও সুনিল নারিনকে। তারা প্রত্যেকেই আজ বাংলাদেশের সমর্থক। যদিও, তিনজনই নকল! তারা সেজে এসেছেন হানি সিং, আল্লু অর্জুন ও সুনিল নারিনের মতো।
নারিনের সাজে সেজে আসা সমর্থক বলেন, আমি বাংলাদেশকে সমর্থন দিচ্ছি সাকিব ও লিটন দাসের জন্য। ওরা কলকাতায় নারিন ভাইয়ের দলে খেলে। আমিও কলকাতার সমর্থক। তাই, আজ বাংলাদেশকে সাপোর্ট দিচ্ছি।’
দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়ক আল্লু অর্জুনের পুষ্পা সিনেমার লুক নিয়ে এসেছেন এক ভক্ত। সেই সিনেমার জনপ্রিয় সংলাপ ‘ঝুকেগা নেহি’, বাংলায় যা মাথা নোয়াবো না। সেটি বলে বাংলাদেশকে সমর্থন দিচ্ছেন এই ভক্ত। আর হানি সিং সেজে আসা ভক্ত গান গেয়ে উজ্জীবিত করেছেন বাংলাদেশকে।
তারা তিনজন নকল তারকা হলেও, বাংলাদেশ জিতুক সেটি আসলেই তারা চায়।