অস্বস্তির বিশ্বকাপে শান্ত-সাকিবের ব্যাটে কিছুটা স্বস্তি

পুরো বিশ্বকাপেই ব্যাট হাতে অনেকটা আড়ালে ছিলেন বাংলাদেশের ব্যাটাররা। ভারত-আফগানিস্তান বাদে সব ম্যাচেই ব্যাটারদের অসহায়ত্ব ফুটে ওঠে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াকু মানসিকতা দেখিয়েছে ব্যাটাররা। পুরো টুর্নামেন্টে না হাসলেও লঙ্কানদের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। তবে, সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাদের।
২৮০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৫ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। এরপরই দলের হাল ধরেন সাকিব ও শান্ত। এই জুটির ব্যাটিং দঢ়তায় মাত্র ৩০ ওভারেই স্কোরবোর্ডে ২০৬ রান তোলে বাংলাদেশ। সে সময় সাকিব ও শান্ত দুইজনই এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম শতকের স্বপ্ন দেখছিল।
তবে তাদের সেই স্বপ্ন ভেঙে যেতেও খুব বেশি সময় লাগেনি। সাকিবকে ফিরিয়ে ১৬৯ রানের সেই জুটি ভাঙেন ম্যাথুজ।
এক ওভার পর শান্তকেও বোল্ড করে দুই সেট ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছেন তিনি। তাতে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন শান্ত। ১০১ বলে ফিরেছেন ৯০ রানে। শান্তর ইনিংসে ছিল ১২টি চার। অবশ্য তারা আউট হলেও জয় পেতে খুব বেশি সমস্যা হয়নি বাংলাদেশের।
পুরো টুর্নামেন্টেই বড় জুটি দেখা যায়নি বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে সেই আক্ষেপটা দূর হয়েছে। টুর্নামেন্টের প্রথম শতরান ছাড়ানো জুটি উপহার দিয়েছেন শান্ত-সাকিব। তারা লঙ্কানদের বিপক্ষে উপহার দিয়েছেন রেকর্ড ১৬৯ রানের জুটি।