ম্যাথিউসের আলোচিত আউট নিয়ে মুখ খুললেন সাকিব

শ্রীলঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট নিয়মে আউটের সিদ্ধান্ত দেওয়ার পর থেকেই তৈরি হয়েছে নানা বিতর্ক। এভাবে ব্যাটসম্যানকে আউট করা ক্রিকেটের চেতনা পরিপন্থী কি-না, সে প্রশ্নও উঠেছে। তবে, এই আউটকে ক্রিকেটের চেতনা পরিপন্থী মানতে নারাজ বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
লঙ্কান ইনিংসের ২৫তম ওভারের দ্বিতীয় বলে সাদিরা সামারাবিক্রমা যখন সাকিবের বলে ক্যাচ দিয়ে আউট হন, তার খানিকের মধ্যেই মাঠে প্রবেশ করেন ম্যাথিউস। যদিও বল মোকাবিলা করতে বেশ কিছুটা সময় নিয়ে নেন তিনি। তার আনা হেলমেটের স্ট্র্যাপে সমস্যা ছিল, সেটা বদলাতে থাকেন। যখন বল মোকাবিলা করতে তৈরি হন, তখন টাইমড আউটের আবেদন করে বসেন সাকিব। ফিল্ডিং অধিনায়ক ছাড় না দেওয়ায় আম্পায়ার মারাইস ইরাসমাসকে টাইমড আউটের ঘোষণা দিতে হয়। আন্তর্জাতিক ক্রিকেট প্রথমবার দেখে এমন আউট।
এই প্রসঙ্গে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘না এখানে তো কোনো অনুশোচনা করার কিছু নেই। আমাদের দলের একজন ফিল্ডার এসে আমাকে জানায়, আপিল করলে ম্যাথিউস আউট হবে। কারণ, আইন অনুযায়ী সে আউট। সে এখনও ব্যাটিং স্ট্যান্স নেয়নি। এরপর আমি আম্পায়ারের কাছে আপিল করি। আম্পায়ার আমাকে জানায় আউট দেওয়ার পর ম্যাথিউসকে আমি ডেকে আনলে সেটা ভালো দেখাবে না তখন আমি তাকে বলি, না আমি তাকে ডাকব না। আমি ২০০৬ সাল থেকে ম্যাথিউসকে চিনি। এটা তার দুর্ভাগ্য। আমার কাছে মনে হয় স্পিরিটের কথা আসলে আইসিসির নিয়ম পরিবর্তন করা উচিত।’
সাকিব আরও যোগ করেন, ‘আজকের ম্যাচে জয় পাওয়াটা আমাদের দরকার ছিল। আপনি যদি যুদ্ধে নামেন, তাহলে আপনার দলকে বা দেশের জন্য সবকিছু করতে রাজি থাকা উচিত। আমি সেটাই করেছি। এই ম্যাচের জয় আমাদের ভালো খেলতে সাহায্য করবে। আশার করি অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছু হবে।’