সেমির আগে চাপের কথা মনে করালেন ভারতীয় কোচ

চলতি বিশ্বকাপের এখন পর্যন্ত সেরা দল কোনটি? চোখ বন্ধ করে যে কেউই বলবে, ভারতের নাম। বলাটাই তো স্বাভাবিক। এই বিশ্বকাপে ভারতই একমাত্র দল, যাদের এখন পর্যন্ত কেউ হারাতে পারেনি। অজেয় ভারত দারুণ ছন্দ নিয়ে নিশ্চিত করেছে সেমিফাইনাল।
তবে শেষ চারে মাঠে নামার আগে ভারতও চাপ অনুভব করছে নিশ্চিত। কারণ, তাদের সেমিফাইনালের প্রতিপক্ষ নিউজিল্যান্ডও আছে দারুণ ছন্দে। তাই ফাইনালের আগে দুদলের জন্য এটাই বড় ফাইনাল। তাই বড় ম্যাচের আগে চাপ আসার কথাই মনে করিয়ে দিলেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়।
সম্প্রচার প্রতিষ্ঠান স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে দ্রাবিড় বলেছেন, ‘যদি বলি যে এটা অন্য সব ম্যাচের মতোই একটা ম্যাচ সেটা ভুল হবে। যদি বলি, সেমিফাইনালের কোনো চাপ নেই, তাহলেও ভুল বলা হবে। ক্রিকেটে কোনো ম্যাচই জেতার নিশ্চয়তা নেই। যেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে যতটা সম্ভব প্রস্তুত হওয়া। আমরা সেটাই করছি।’
বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা ভারতকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছে ক্রিকেট ভক্ত থেকে শুরু করে ক্রিকেটবোদ্ধারা। ভারতীয় কোচ বললেন, ‘আসলে যখন সব ঠিকঠাক চলে, তখন সবার চোখেই ভালোটা ধরা পড়ে। কিন্তু একটা ম্যাচ হারলেই সবাই বলা শুরু করবে আপনি কিছু জানেন না।’