কিউইদের বিপক্ষে টেস্ট সিরিজের বাংলাদেশ দল ঘোষণা

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। ঘরের মাঠে সেই সিরিজে ২-০ ব্যবধানে হারে তারা। বিশ্বকাপ শেষে অনুষ্ঠিত হবে সিরিজের টেস্ট পর্ব। আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হবে দুই টেস্টের সিরিজ। সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার (১৮ নভেম্বর) নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
চোটের কারণে সিরিজে দলে নেই সাকিব আল হাসান। এ সিরিজে স্বাগতিক বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দলের নেতৃত্বে ছিলেন তিনি। এ ছাড়া, পরিবারের পাশে থাকতে বিসিবির কাছ থেকে এক মাসের ছুটি নিয়েছেন তিনি। থাকছেন না নিউজিল্যান্ড সিরিজে। চোটের কারণে নেই পেসার তাসকিন আহমেদ।
টেস্ট সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটি। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে (২০২৩-২৫) এটিই বাংলাদেশের প্রথম সিরিজ। কিউই সিরিজে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী স্পিনার হাসান মুরাদ।
কিউইদের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামী ২৮ নভেম্বর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। দ্বিতীয় টেস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, শুরু হবে ৬ ডিসেম্বর থেকে। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টা থেকে।
নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু, হাসান মুরাদ।