সাকিবকে সবাই মিস করবে : শান্ত

বিশ্বকাপ ব্যর্থতার রেশ এখনও কাটেনি। এর মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ আগামীকাল মঙ্গলবার (২৮ নভেম্বর)। সিরিজের দলে এসেছে অনেক পরিবর্তন। চোটের কারণে দলে নেই অনেক জ্যেষ্ঠ খেলোয়াড়। যার মধ্যে সবচেয়ে বড় নাম অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিবের অনুপস্থিতিতে টেস্টে প্রথমবার বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। এর আগে তিনটি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার। কিন্তু, টেস্টে এবারই প্রথম। শান্তর জেন্য যা চ্যালেঞ্জিং। এর অন্যতম কারণ, দলে অধিকাংশই নতুন খেলোয়াড়।
ম্যাচের আগের দিন আজ সোমবার (২৭ নভেম্বর) সংবাদ সম্মেলনে আসেন শান্ত। সেখানে সাকিবের দলে না থাকা নিয়ে কথা বলেন তিনি। জানান, সাকিবকে সবাই মিস করবে। শান্ত এ-ও জানান, দলে না থাকলেও তাকে কল দিয়ে সবার খবর নিয়েছেন ও শুভকামনা জানিয়েছেন সাকিব।
বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘সাকিব ভাইকে অবশ্যই মিস করব। প্রত্যেকটা খেলোয়াড়ই তাকে মিস করবে। তিনি ফোন দিয়েছেন গতকাল। দলের ব্যাপারে কথা বলেছেন। দলের সবাইকে শুভকামনা জানিয়েছেন। সুযোগ পাওয়া সব খেলোয়াড়কেই উইশ করেছেন। বলেছেন, আমরা যেমনটা পারি, সেভাবে যেন খেলি।’
এক ঝাঁক তরুণ খেলোয়াড় নিয়ে সাজানো হয়েছে এবারের দল। অভিষেকের অপেক্ষায় আছেন অনেকে। তাদের নিয়েই সিলেটে অনুশীলন করছে বাংলাদেশ। স্বপ্ন দেখছে কিউইবধের।