বড় ম্যাচে মাঠে নামছে রোনালদোর আল-নাসের
সৌদি প্রো লিগে রাউন্ড ১৫ এর লড়াইয়ে রাতে মাঠে নামছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল-নাসের। বড় ম্যাচে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আল-হিলাল। চলতি মৌসুমেও পয়েন্ট তালিকার শীর্ষে আছে দলটি। বাংলাদেশ সময় আজ শুক্রবার (১ ডিসেম্বর) দিনগত রাত ১২টায় মাঠে নামবে দল দুটি।
আল-হিলালের মাঠ কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে রোনালদোর দলের জন্য কাজটি সহজ হবে না মোটেও। কারণ ১২ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকা আল-হিলাল অপরাজেয় সর্বশেষ পাঁচ ম্যাচে। রোনালদোর আল-নাসেরও কম যায় না। তারা আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। সবশেষ পাঁচ ম্যাচে জিতেছে তারাও। দলের সবচেয়ে বড় শক্তি সিআরসেভন আছেন দুর্দান্ত ছন্দে।
মৌসুমে নিয়মিতই গোলের দেখা পাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার। ইতোমধ্যে ১৮ ম্যাচে করেছেন ১৮ গোল। সৌদি প্রো লিগে ১৩ ম্যাচে পেয়েছেন ১৫ গোল। সর্বশেষ ম্যাচে আখদাউদের বিরুদ্ধে করেছেন জোড়া গোল। দুটি গোলই ছিল চোখধাঁধানো। রোনালদোর অনবদ্য পারফরম্যান্সে আল-নাসেরও পেয়েছে ৩-০ গোলের জয়।
অ্যাওয়ে ম্যাচ হলেও প্রতিপক্ষ আল-হিলালকে ছেড়ে কথা বলবে না আল-নাসের। আর জয়ের ধারায় থাকা দলদুটির জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করছে ভক্তরা। তৈরি আছেন দুদলের তারকারাও।