সাকিব ও মাশরাফীর জয়ের ব্যাপারে আশাবাদী জালাল ইউনুস
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ রোববার (৭ জানুয়ারি) নিজের ভোট দিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস। নিজ কেন্দ্র গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে দুপুরে ভোট দেন তিনি। ভোট দেওয়া শেষে সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজাকে নিয়ে নিজের আশার কথা জানান বিসিবির এই পরিচালক।
প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছেন সাকিব। মাগুরা-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দেশসেরা এই অলরাউন্ডার। সাকিবের ব্যাপারে জালাল ইউনুস বলেন, ‘সাকিব ভালো করবে। সে অবশ্যই জয়ী হবে। সে অনেক জনপ্রিয়। শুধু মাগুরায় নয়, সারাদেশেই সে ভীষণ জনপ্রিয়। মাগুরা থেকে সে জয় নিয়েই আসবে।’
নড়াইল-২ আসন থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচন করছেন মাশরাফী। এ আসনের বর্তমান সংসদ সদস্য তিনি। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফীকে নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, ‘মাশরাফী সবসময়ই একজন নেতা। তার মধ্যে এই গুণটা জন্মগত। সে আগে থেকেই রাজনীতিতে আছে। ইতোমধ্যে পাঁচ বছর হয়ে গেছে। সে এখন আগের চেয়ে পরিপক্ক একজন রাজনীতিবিদ। তার নেতৃত্বগুণ তাকে অনেক সাহায্য করছে।’
সারাদেশের ২৯৯ নির্বাচনি আসনে সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। শেষ হবে বিকাল ৪টায়।