টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠাল সিলেট
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/01/26/422664640_415991667625831_6321401522265903093_n.jpg)
দুটি পাতা একটি কুঁড়ির দেশ সিলেটে শুরু হয়েছে বিপিএলের দ্বিতীয় পর্ব। প্রথম দিনই গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। ঢাকা পর্বে জয়হীন দলটি ঘরের মাঠে প্রথম জয়ের খোঁজে। সেই লক্ষ্যে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সিলেট।
আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সিলেট আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার কাছে হারলেও দ্বিতীয় ম্যাচেই ফরচুন বরিশালকে হারিয়ে প্রথম জয় তুলে নেয় কুমিল্লা। দলটির অন্যতম শক্তির জায়গা তিন টপ অর্ডার ব্যাটার ইমরুল কায়েস, লিটন দাস ও মোহাম্মদ রিজওয়ান। সিলেটের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে তাই এই তিনজনের দিকেই চেয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে, স্বাগতিক সিলেটের শুরুটা মোটেও ভালো হয়নি। এখন পর্যন্ত দুটো ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে মাশরাফীর দলকে। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হারে সিলেট। ঘরের মাঠে তাই জয়ের কোনো বিকল্প নেই দলটির সামনে। সিলেটে ছয় দিনে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাঁচ দিনেই মাঠে নামবে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স।