কুমিল্লাকে চ্যালেঞ্জ জানাল সাকিবের রংপুর
শক্তিমত্তা কিংবা নামে ভারে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স দুই দলই একে অপরকে টেক্কা দেয়। তারকাসমৃদ্ধ এই দুই দলের লড়াইটা হবে রানবন্যার; ভক্তদের এমন প্রত্যাশা অবশ্য পূরণ হয়নি। সিলেটে হাইভোল্টেজ ম্যাচে কুমিল্লাকে ১৬৬ রানের চ্যালেঞ্জ জানাল রংপুর।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে পাঁচ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৫ রান তোলে রংপুর। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৭ রান করেন বাবর আজম।
আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরুর ইঙ্গিত দেয় দুই ওপেনার বাবর আজম ও ব্রেন্ডন কিং। তবে, দলীয় ১৮ রানের মাথায় কিংয়ের উইকেট হারায় রংপুর। স্পিনার তানভীর ইসলামের বলে স্ট্যাম্পড আউট হয়ে সাজঘরে ফেরেন। ১২ বলে ১৪ রান আসে ডানহাতি এই ব্যাটারের ব্যাট থেকে।
কিংয়ের বিদায়ের পর ফজলে মাহমুদকে নিয়ে জুটি গড়েন বাবর। এই জুটিতে যোগ হয় ৫৫ রান। অবশেষে, দলীয় ৭৩ রানের মাথায় বাবরের বিদায়ে ভাঙে এই জুটি। ৩৬ বলে ৩৭ রান করে খুশদিল শাহ এর বলে বোল্ড আউট হয়ে ফেরেন বাবর।
বাবরের বিদায়ের পর আরেক ব্যাটার ফজলে মাহমুদ রাব্বিও বেশিক্ষণ থিতু হতে পারেননি। দলীয় ৮৯ রানের মাথায় ফেরেন এই বাঁহাতি ব্যাটার। ২১ বলে ৩০ রান করেন রাব্বি। অল্প সময়ে দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে রংপুর। সেই চাপ আরও বাড়ে শামীম পাটোয়ারির বিদায়ে। ১৮ বলে ১৪ রান করে ফেরেন এই এই ব্যাটার।
শামীমের বিদায়ের পর ব্যাট হাতে ঝড় তোলেন আজমতউল্লাহ ওমরজাই। এই ব্যাটারের দৃঢ়তায় শেষমেশ স্কোরবোর্ডে ১৬৫ রানে থামে রংপুর। ২০ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন ওমরজাই। কুমিল্লার হয়ে সর্বোচ্চ দুইটি টি উইকেট নেন রেইমন রেইফার।