দুটি ম্যাচেই আমরা খুব ভালো খেলেছি : শান্ত

প্রথম ম্যাচে জিততে না পারার হতাশা আছে বাংলাদেশের। এত কাছে তবু কত দূরে চলে যাওয়ার মতো মাত্র তিন রানে হার। তবু, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লড়াইয়ের মানসিকতা প্রশংসা পাওয়ার দাবি রেখেছিল। দ্বিতীয় ম্যাচে এসে হতাশা রূপান্তর হয় আনন্দে। হেসেখেলে লঙ্কানদের হারায় স্বাগতিকরা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার (৬ মার্চ) আট উইকেটে জয় পায় বাংলাদেশ। সিরিজে ফেরে ১-১ সমতা। ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সবমিলিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাকে বেশ হাসিখুশি দেখা গেছে। জয়ের কৃতিত্ব দিয়েছেন পুরো দলকে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমার মনে হয় আমরা খুব ভালো খেলেছি। প্রথম ম্যাচে দুর্ভাগ্যবশত জিততে পারিনি। তবে, দুটি ম্যাচেই আমরা টিম হিসেবে খেলতে পেরেছি। যেভাবে চেয়েছি সেভাবে হয়েছে। জিততে পেরে খুব খুশি।’
পূর্ণকালীন অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ শান্তর। প্রথম ম্যাচটাতে অল্পের জন্য পাওয়া হয়নি জয়ের স্বাদ। দ্বিতীয় ম্যাচে এসে আর সেই ভুল করলেন না, দায়িত্ব নিলেন নিজেই। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশে জিতেছে অধিনায়কের ব্যাটে ভর দিয়ে। ঝলমলে অর্ধশতক উপহার দেন তিনি। ৩৮ বলে চারটি চার ও দুটি ছক্কার মারে ৫৩ রানে অপরাজিত থাকেন। দাসুন শানাকার বলে লং অনে দুর্দান্ত এক ছক্কা হাঁকিয়ে ইতি টানেন ম্যাচের।