অধিনায়কত্ব হারিয়েও কেন টি-টোয়েন্টি দলে শান্ত?

ব্যাটে রান নেই লম্বা সময় ধরে। ধারাবাহিক ব্যর্থতার পর টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় নতুন অধিনায়ক হলেন লিটন দাস। রানে না থাকলেও বাংলাদেশের আগামী দুটি টি-টোয়েন্টি সিরিজের দলে ঠিকই রাখা হয়েছে শান্তকে।
শান্তকে দলে রাখার কারণ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রাধান্য দিয়েছে তার অভিজ্ঞতাকে। যদিও, অভিজ্ঞতা তেমন কাজে লাগাতে পারছেন না শান্ত। তবু আরব আমিরাত ও পাকিস্তান সফরে তার ওপর ভরসা রাখছে বোর্ড।
বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘শান্ত আমাদের অধিনায়ক ছিলেন। দলটার দিকে তাকিয়ে দেখুন, অভিজ্ঞতাও দরকার আছে। ওপরের দিকে সৌম্য আছেন, নব্বইয়ের কাছাকাছি ম্যাচ খেলেছেন। লিটন দাস আছেন। এরপর যদি আপনি তাকান, দেখবেন যে বিস্তর ফারাক আছে। শান্তর হয়তো ৫০ ম্যাচ হয়নি, চল্লিশের আশেপাশে তার ম্যাচ (৪৯টি)। এমন অভিজ্ঞ ক্রিকেটারকে দলের সঙ্গে নিতে হবে।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪৯ ম্যাচ খেলেছেন শান্ত। ২২.৮৫ গড় ও ১০৮.৩৫ স্ট্রাইক রেটে তিনি করেছেন ৯৬০ রান, অর্ধশতক ৪টি। এই সংস্করণে অবশ্য সর্বশেষ ১৮ ম্যাচে ফিফটির মুখ দেখেননি শান্ত।
চলতি মাসের শেষ দিকে মাঠে গড়াবে দুটি সিরিজ। টি-টোয়েন্টি ফরম্যাটে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের সঙ্গে ২ ম্যাচ এবং পাকিস্তানের সঙ্গে সিরিজটি ৫ ম্যাচের।