ক্রিকেটার ভাই ও সাংবাদিক বোনের অন্যরকম সাক্ষাৎকার
জাকের আলী অনিক—নামটা এখন দেশের ক্রিকেটে খুব পরিচিত। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অভিষিক্ত হন ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে। জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই ব্যাট হাতে ঝড় তোলেন। এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাতিয়েছেন বিপিএলের দশম আসর।
শ্রীলঙ্কার বিপক্ষে গত ৪ মার্চ সেই ম্যাচের পর নিজের পারফরম্যান্সের পাশাপাশি অন্য একটি কারণে আলোচনায় আসেন জাকের। তার বড় বোন শাকিলা ববি পেশায় সাংবাদিক। কাজ করেন একটি জাতীয় দৈনিকের সিলেট প্রতিনিধি হিসেবে। সিলেটেই চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের টি-টোয়েন্টি পর্বের ম্যাচগুলো। প্রথম ম্যাচের পর দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসেন জাকের। যেখানে উপস্থিত ছিলেন ববি, ছোট ভাইকে প্রশ্নও করেছেন। জাকের সেটির জবাব দিয়েছেন।
পুরোটাই পেশাদারত্বে মোড়ানো হলেও তাতে আবেগ ছিল। ছিল ভিন্ন এক অনুভূতি। এবার সেই অনুভূতিতে যেন পূর্ণতা এনে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির পক্ষ থেকে ক্রিকেটারদের সাক্ষাৎকার নেওয়া হয়। জাকেরের বেলায় বিসিবি সংশ্লিষ্ট কেউ নন, সাক্ষাৎকার নেন ববি। আবেগ, অনুভূতি ও ভালোবাসার অদ্ভুত এক মেলবন্ধন দেখল ক্রিকেট ভক্তরা।
বোন যখন বুম হাতে দাঁড়িয়ে, তখন তাকেও প্রশ্ন করার সুযোগ হাতছাড়া করলেন না জাকের। পুরো সাক্ষাৎকারে কখনও তিনি কথা বলেছেন, কখনও শুনেছেন। সঙ্গে খুনসুটি তো ছিলই।