ব্যাটিংয়ে ভালো করাই বাংলাদেশের মূল লক্ষ্য

সিলেট টেস্টে হারের অন্যতম কারণ ব্যাটিংয়ের দুর্দশা। অন্যতম না বলে মূল কারণ বললে ভুল হবে না। ঘরের মাঠের উইকেটে জিম্বাবুয়ের বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং। দুই ইনিংসেই ব্যাটারদের ব্যর্থতার খেসারত দিতে হয়েছে ম্যাচ হেরে।
দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে হেরে ইতোমধ্যে সিরিজ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। চট্টগ্রামে আগামীকাল সোমবার (২৮ এপ্রিল) থেকে শুরু হতে যাওয়া টেস্টে বাংলাদেশের লক্ষ্য সিরিজ বাঁচানো। আর জিম্বাবুয়ে চাইবে সেটি নিজেদের করে নিতে। ম্যাচ ড্র করলেই সিরিজ সফরকারীদের।
এমন ম্যাচের আগে বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক মনে করেন, হোয়াইটওয়াশ এড়াতে ব্যাটিংয়ে উন্নতি করতে হবে স্বাগতিকদের। এটিই এখন দলের মূল লক্ষ্য বলে জানান জাকের। তার মতে, খেলতে হবে পরিকল্পনা অনুযায়ী।
চট্টগ্রামে জাকের বলেন, ‘প্রথম টেস্টটি আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। আমাদের মনে হয় সমস্যাগুলো চিহ্নিত করা দরকার। আমরা এ নিয়ে আলোচনা করেছি। অবশ্যই, ব্যাটিংয়ে মনোযোগ আমাদের মূল লক্ষ্য। আমরা অনেক দিন ধরে ব্যাটিংয়ে ধুঁকছি। ব্যাটিংয়ের কারণেই আমরা হেরেছি।’
জাকের যোগ করেন, ‘কীভাবে শট নির্বাচনে আরও উন্নতি করা যায়, এসব বিষয়ে আমরা আলোচনা করেছি। বোলাররা সবসময় টেস্ট জেতাতে পারে না। আমরা চাই আমাদের সব ব্যাটার পরের ম্যাচে তাদের সেরাটা উজাড় করে দেবে। দায়িত্ব আমাদের সবার।’