তামিমকে বসিয়ে ছন্দহীন লিটনকে খেলানোর কারণ জানালেন শান্ত
জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক সিরিজেই ব্যাট হাতে সামর্থ্যের প্রমাণ দিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম। কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষে দারুন ফর্মে থাকা সেই তামিমকে বসিয়ে ছন্দহীন লিটনকে নিয়ে খেলতে নামল বাংলাদেশ। জেনেশুনে কেন এমন সিদ্ধান্ত নিল টিম ম্যানেজমেন্ট। ম্যাচ শেষে সেই কারণ জানালেন অধিনায়ক শান্ত।
কোনোভাবেই ছন্দে ফিরতে পারছেন না ওপেনার লিটন দাস। ঘরের মাঠে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে সিরিজের পর এবার যুক্তরাষ্ট্রের বিপক্ষেও লিটনের শুরুটা ব্যর্থতা দিয়ে। প্রথম টি-টোয়েন্টিতে জীবন পেয়েও ১৫ বলে ১৪ রানের বেশি করতে পারেননি এই ড্যাশিং ওপেনার।
ফর্মে ফেরার চাপে থাকায় শুরুটা দেখেশুনেই করেন লিটন। নিজের পঞ্চম বলেই তিনি এডজ হয়ে ক্যাচ দিয়েছিলেন উইকেটের পেছনে থাকা মোনাঙ্ক প্যাটেলের হাতে। সহজ সেই ক্যাচও অবিশ্বাস্যভাবে ফসকে গেছে। নতুন জীবন পেয়ে এই ওপেনার পরের ওভারে ছয় হাঁকিয়েই ভিন্ন কিছুর ইঙ্গিত দেন। কিন্তু একের পর এক নড়বড়ে শটে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি লিটনা। ধারাবাহিক ব্যর্থতার পরও কেন একাদশে লিটন? সেই প্রশ্নের উত্তর দিলেন অধিনায়ক শান্ত।
লিটনকে খেলানোর প্রসঙ্গে শান্ত বলেন, ‘আসলে তানজিদ তামিমকে বাদ দেওয়া হয়নি। আমার মনে হয় আমাদের যে তিনজন ওপেনার আছে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর একটা পরিকল্পনা ছিল। তাই এই ম্যাচে ওকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিশেষ করে সৌম্য অনেকদিন ধরে চোটের মধ্যে ছিল, সেভাবে পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পায়নি। আর ঠিক এই কারণেই এই পরিকল্পনা করা হয়েছে।’
ব্যাটারদের ব্যর্থতা প্রসঙ্গে শান্ত আরও বলেন, ‘আমাদের সব ব্যাটাররাই রান করার মানসিকতা নিয়ে ব্যাটিংয়ে নামে। আমরা চেষ্টা করব পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে এবং ভালো একটি ম্যাচ খেলতে। সবাই চেষ্টা করেছে, তবে এটা সত্য আমরা ভালো ক্রিকেট খেলিনি। সবসময় উন্নতির একটা জায়গা থাকে। ব্যাটাররা সেটা নিয়েই কাজ করছে। আশাকরি বিশ্বকাপে ভালো কিছুই হবে। আর ম্যাচ হারের কারণ বলতে গেলে আমরা আসলে ভালো ব্যাটিং করতে পারিনি। বিশেষ করে মাঝের ওভারগুলোতে। আমরা অনেকগুলো উইকেট হারিয়েছে। আমরা ম্যাচের শুরুটা ভালো করলেও শেষটা ভালো করতে পারিনি।’