কাবাডির ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-নেপাল
বঙ্গবন্ধু কাপ ২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে গত তিন আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রতিপক্ষ পাশের দেশ নেপাল। গতকাল রোববার (২ জুন) প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ৪১-১৮ পয়েন্ট থাইল্যান্ডকে এবং দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেনিয়াকে টাইব্রেকারে ৯-৫ (৫০-৫০) পয়েন্টে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নেয় নেপাল। আজ সোমবার (৩ জুন) বাংলাদেশ ও নেপাল ফাইনালে একে অপরের মোকাবিলা করবে।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে। টি-স্পোর্টস সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে। সেই সঙ্গে বাংলাদেশ বেতারে ধারাবিবরণী দেবে।
বাংলাদেশ-নেপাল দুদলই এবার গ্রুপ-এ থেকে অংশ নিয়ে শিরোপা মঞ্চে উঠে এসেছে। গ্রুপপর্বে দুদলের মুখোমুখি লড়াইয়ে স্বাগতিকদের কাছে ৪৬-৩১ পয়েন্ট পরাজিত হয়েছিল নেপাল। ফাইনালেও সেই ধারা অব্যাহত রাখার প্রত্যয় বাংলাদেশের কোচ আব্দুল জলিলের কণ্ঠে। তিনি বলেন, ‘নেপাল আমাদের পুরনো প্রতিপক্ষ। সেমিফাইনালে তারা দারুণ খেলে কেনিয়াকে হারিয়ে ফাইনালে এসেছে। সেমিফাইনাল ম্যাচে তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কেনিয়াকে টাইব্রেকারে পরাজিত করেছে। ফাইনালে নেপালের সঙ্গে দারুণ একটা ম্যাচই প্রত্যাশা করছি। গ্রুপপর্বে আমরা ওদেরকে ১৫ পয়েন্ট ব্যবধানে পরাজিত করেছি। ওদের দলে ঘনশ্যাম ছাড়াও আরো একজন ভালো মানের রেইডার আছে। তবে এসব নিয়ে আমরা ভাবছি না। আমরা আগামীকাল চ্যাম্পিয়ন ট্রফির জন্য মাঠে নামব।’
টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে বলতে গেলে একাই নেপালকে ফাইনালে তুলে এনেছেন দলটির অধিনায়ক এবং তারকা রেইডার ঘনশ্যাম রোকা মাগা। ফাইনাল সামনে রেখে তিনি বলেন, আমরা ভালো খেলে ফাইনালে উঠে এসেছি। বাংলাদেশের বিরুদ্ধেও আমরা জয়ের চেষ্টা করব। প্রথমবারের মতো আমরা এই টুর্নামেন্টের ফাইনালে এসেছে। এখন আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’
ঘনশ্যামের অভিন্ন সুরই ছিল নেপালের কোচ বিষ্ণু দত্ত ভাট। তিনি বলেন, বাংলাদেশ ভালো দল। ওদের বিরুদ্ধে আমরা গ্রুপপর্বে হেরেছি। তবে ফাইনালে ভালো খেলার চেষ্টা করব। ছেলেরা আরো একবার ভালো ম্যাচ উপহার দিবে বলে আমার বিশ্বাস।’