লো স্কোরিং ম্যাচে বিশ্বকাপে প্রথম জয় তুলে নিল কানাডা
আয়ারল্যান্ডের বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাকই করেছিলেন। কানাডাকে অল্পতে থামিয়ে ব্যাটারদের কাজটা সহজ করে দেন। তবে, ব্যাটাররা ব্যর্থ নিজেদের দায়িত্ব পালনে। লো স্কোরিং ম্যাচে তাই খুব কাছে গিয়েও হার মানতে হলো আইরিশদের। লো স্কোরিং ম্যাচে আয়ারল্যান্ডকে ১২ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেল কানাডা।
যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (৭ জুন) মুখোমুখি হয় কানাডা ও আয়ারল্যান্ড। টস হেরে আগে ব্যাট করা কানাডা ২০ ওভারে সাত উইকেটে ১৩৭ রান তোলে। জবাবে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১২৫ রানের বেশি তুলতে পারেনি আয়ারল্যান্ড।
রান তাড়ায় আইরিশদের পক্ষে জর্জ ডকরেল ও মার্ক আডাইর ছাড়া ভালো বলার মতো রান করতে পারেননি কেউই। ২৩ বলে ৩০ রানে অপরাজিত থাকেন ডকরেল। ২৪ বলে ৩৪ রান করে জেরেমি গর্ডনের ফিরতি ক্যাচে পরিণত হয়ে বিদায় নেন আডাইর। এছাড়া, বাকিরা কেউই প্রতিরোধ ড়তে পারেননি। ওপেনার অ্যান্ডি বালবার্নি ১৯ বলে ১৭ রান করে আউট হন। অধিনায়ক পল স্টার্লিং ব্যাটিং করতে রীতিমতো সংগ্রাম করেছেন। ১৭ বলে মাত্র ৯ রান করেন তিনি। সবমিলিয়ে অল্প রানের পিছু ছুটেও যেন ক্লান্ত হয় আইরিশরা। মানতে হয় হার।
কানাডার পক্ষে চার ওভারে ১৮ রানে দুই উইকেট নেন ডিলন হেলিগার। চার ওভারে ১৬ রানে দুই উইকেট নেন জেরেমি গর্ডন।
এদিকে, আগে ব্যাটিংয়ে নামা কানাডাকে বড় জুটি এনে দিতে পারেননি দুই ওপেনার। অ্যারন জনসন ও নভনিত ঢালিওয়াল মিলে মাত্র ১২ রান তোলেন। ১০ বলে ছয় রান করে মার্ক আডাইরয়ের বলে আউট হন ঢালিওয়াল। ১৩ বলে ১৪ রান করা জনসনকে ফেরান ক্রেইগ ইয়ং। ১৪ বলে ১৮ করে সম্ভাবনা জাগানো পারগাত সিংও শিকার হন ইয়ংয়ের। চতুর্থ ব্যাটার হিসেবে সাত রান জমা করে সাজঘরে পেরেন দিলপ্রীত বাজওয়া। তিনি আউট হন গ্যারেথ ডিলানির ফিরতি ক্যাচে।
স্কোরবোর্ডে ৫৩ রান তুলতেই চার উইকেট হারিয়ে বিপদে পড়ে কানাডা। তবে, মিডল অর্ডারে নিকোলাস কিরটন ও শ্রেয়াস মোব্বা মিলে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন। দুই ব্যাটারের ব্যাটে একটু একটু করে বিপদ সামলে এগিয়ে চলে কানাডা। দ্রুত চার উইকেট তুলে নিলেও কিরটন ও মোব্বার দেয়াল ভাঙতে পারছিলেন আইরিশ বোলাররা। দুজনের ৭৫ রানের জুটিতে কানাডা মোটামুটি লড়াইয়ের মতো পুঁজি পায়। এই জুটি ভাঙেন ব্যারি মাকার্থি। ৩৫ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৪৯ রান করে সাজঘরে ফেরেন কিরটন। মোব্বার ব্যাট থেকে আসে ৩৬ বলে ৩৭ রান।
আয়ারল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন ইয়ং ও ম্যাকার্থি।