যে সমীকরণ মিললে সুপার এইটে খেলবে বাংলাদেশ

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর সুপার এইটের সমীকরণ অনেকটাই সহজ হয়ে গিয়েছিল বাংলাদেশের জন্য। তবে, দ্বিতীয় ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ে আবারও দুশ্চিন্তা বেড়েছে শান্তদের। শেষ আটে যেতে বাকি দুই ম্যাচে চোখ চন্ডিকা হাথুরুসিংহে শিষ্যদের। নেদারল্যান্ডসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোখ বুলিয়ে নেওয়া যাক সমীকরণে।
বৃষ্টির কারণে নেপাল-শ্রীলঙ্কা ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সবার আগে সুপার এইট নিশ্চিত হয়েছে দক্ষিণ আফ্রিকার। আর এই ম্যাচটিতে দুই দল পয়েন্ট ভাগাভাগি করায় গ্রুপ রানার্সআপ হওয়ার লড়াইয়ে এখনও টিকে আছে বাকি চারটি দলই। যদিও নেপাল ও শ্রীলঙ্কার চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ ও নেদারল্যান্ডস।
বর্তমানে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে বাংলাদেশ। এক জয় ও এক পরাজয়ের ২ পয়েন্ট লাল-সবুজের দলের। নেট রানরেট বিবেচনায় বেশ ভালো, +০.০৭৫। বাংলাদেশের পরের দুটি ম্যাচ নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে। সমীকরণ অনুযায়ী, নিজেদের পরবর্তী দুই ম্যাচে জিতলে সরাসরি শেষ আট নিশ্চিত হবে বাংলাদেশের।
আর যদি নেদারল্যান্ডসের কাছে হেরে যায় বাংলাদেশ, তাহলে পড়তে হবে বিপাকে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার কাছে ডাচদের হারতে হবে আর নেপালকে বাংলাদেশের হারাতে হবে বড় ব্যবধানে। তবে, শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা না করেই আগেই শেষ আট নিশ্চিত করতে মরিয়া শান্ত-সাকিবরা।
অন্যদিকে, ডাচদের সুপার এইটে যাওয়ার জন্য সহজ রাস্তা হল বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয় দলকেই হারানো। আর বাংলাদেশের বিপক্ষে হেরে গেলে শ্রীলঙ্কাকে হারাতে হবে বড় ব্যবধানে। পাশাপাশি প্রার্থনা করতে হবে নেপালের কাছে যেন হেরে যায় বাংলাদেশ। তখন নেট রানরেনে এগিয়ে থাকলে সুপার এইটে যাবে ডাচরা।