পাকিস্তানি পেসারের বাকবিতণ্ডা ইস্যুতে ব্যবস্থা নেবে পিসিবি

একে তো বিশ্বকাপে বাজে পারফরম্যান্স, এর ওপর মাঠের বাইরের ইস্যুতে আলোচনায় পাকিস্তানি পেসার হারিস রউফ। যুক্তরাষ্ট্রে এক ভক্তের সঙ্গে তার হাতাহাতির ভিডিও এখন নেটদুনিয়ায় ভাইরাল। এই বিষয়ে এবার ব্যবস্থা নেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটাই জানিয়েছেন পিসিবি চেয়ারম্যানস মহসিন নাকভি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, স্ত্রী মুনজা মাসুদকে নিয়ে হাঁটতে বেরিয়েছেন রউফ। পাশ দিয়ে যাওয়ার সময় রউফ ও তার স্ত্রীকে কটূক্তি করেন এক ব্যক্তি। সেটি শুনতে পেয়ে মেজাজ হারিয়ে তার দিকে তেড়ে যান রউফ। তখন ওই ব্যক্তির ওপর চড়াও হওয়া থেকে রউফকে নিবৃত্ত করার চেষ্টা করছিলেন তার স্ত্রী। সেই ব্যক্তির সঙ্গে থাকা বাকিরাও রউফকে থামানোর চেষ্টা করেন। এ সময় দুজনের মধ্যে ধাক্কাধাক্কি ও বেশ উত্তপ্ত বাক্যবিনিময় হতে দেখা যায়।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি লিখেছেন, ‘হারিস রউফের সঙ্গে হওয়া ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের খেলোয়াড়দের বিরুদ্ধে এ ধরনের আচরণ পুরোপুরি অগ্রহণযোগ্য এবং তা মেনে নেওয়া হবে না। যারা জড়িত, তাদের অবশ্যই হারিস রউফের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে আমরা দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।’
এর আগে আরেক স্ট্যাটাসে হারিস রউফ লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে কথা না বলার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর পরিস্থিতির আলোকপাত করা প্রয়োজন বলে মনে হচ্ছে। একজন পাবলিক ফিগার (তারকা) হিসেবে জনগণের সব রকম মতামতের ব্যাপারে আমরা উন্মুক্ত। আমাদের সমর্থন বা সমালোচনা করার অধিকার তাদের আছে। তবে যেটিই হোক, আমার মা–বাবা বা পরিবারের ব্যাপারে কিছু হলে আমি সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে দ্বিধা করব না। মানুষ এবং তার পরিবারের প্রতি সম্মান দেখানো গুরুত্বপূর্ণ, তার পেশা যেটিই হোক না কেন।’