আরও একটি রেকর্ডের সামনে সাকিব

আসর শুরুর আগ থেকেই নিশ্চিত ছিল, রেকর্ড গড়তে যাচ্ছেন সাকিব আল হাসান। এক ম্যাচে মাঠে নামলেই একমাত্র বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসরে খেলা ক্রিকেটার হবেন তিনি। সেটি অর্জন হয়ে গেছে। এবার সামনে আরেকটি রেকর্ড। যে রেকর্ড গড়া থেকে মাত্র এক উইকেট দূরে সাকিব।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব। চলমান আসর শুরুর আগে ৩৬ ম্যাচে তার উইকেট সংখ্যা ছিল ৪৭টি। গ্রুপপর্বে চার ম্যাচে দুই উইকেট নিয়ে সংখ্যাটি এখন ৪৯। প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে ৫০ উইকেট নিতে প্রয়োজন কেবল একটি। সুপার এইটে তিন ম্যাচ খেলবে বাংলাদেশ। সাকিবের সামনে তাই সুযোগ আছে এবারই রেকর্ড গড়ে ফেলার।
এই বিশ্বকাপেই এর আগে আরেকটি রেকর্ড গড়েছিলেন সাকিব। নেদারল্যান্ডসের বিপক্ষে করা ফিফটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তার শততম। যা বাংলাদেশিদের মধ্যে প্রথম। সাকিব যেদিন জ্বলে ওঠেন, দলের জন্য সহজ হয়ে যায় কাজ।
সুপার এইটে বাংলাদেশকে ভালো করতে হলে সাকিবের জ্বলে ওঠা গুরুত্বপূর্ণ। ১৭ বছর পর বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ। ২০০৭ সালে প্রথম আসরের পর প্রতিবারই গ্রুপপর্ব থেকে বাদ পড়ে দলটি। এবারও আসর শুরুর আগে শঙ্কা ছিল বাংলাদেশকে নিয়ে। সেসব দূর করে বেশ ভালোভাবেই সুপার এইটে পা রাখে লাল-সবুজের প্রতিনিধিরা।