যে প্রশ্নের উত্তর জানেন না শান্তও!

ব্যাটিংই সবচেয়ে বেশি ভোগাচ্ছে বাংলাদেশকে। যেখান থেকে বেরই হতে পারছেন না দলের ব্যাটাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আজ শুক্রবার (২১ জুন) অস্ট্রেলিয়ার সঙ্গে রান পেয়েছেন বটে, ৩৬ বলে ৪১ রানের ইনিংসটিকে টি-টোয়েন্টির মাপকাঠিতে আদর্শ বলা যাবে না। ২৫ বলে ১৬ রান করেছেন লিটন কুমার দাস, যা কোনোভাবেই মানানসই নয়।
পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপেই বাংলাদেশের ব্যাটিং হয়েছে যাচ্ছেতাই। সেটি বারবার স্বীকারও করেছেন অধিনায়ক শান্ত। তবে, আজকের সংবাদ সম্মেলনে তাকে মনে হয়েছে অসহায়। কেন এমন হচ্ছে বারবার— এমন প্রশ্নে তার জবাব, ‘আসলে আমি নিজেও জানি না!’
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন—‘কেন আমরা পারছি না, এটা বলা মুশকিল। আমার কাছে মনে হয়, সবার ভালো করার সামর্থ্য আছে। সবাই অতীতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তা করে দেখিয়েছে। তবু কেন পারছে না, এটার উত্তর আমারও জানা নেই। যার যার স্বাভাবিক খেলা খেলতে সবাইকে স্বাধীনতা দেওয়া হয়েছে। ম্যাচে গিয়ে যার যার পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করছে। কিন্তু, কোনো কারণে হচ্ছে না। কী কারণ, তা জানি না।’
সুপার এইটের প্রথম ম্যাচ হারা বাংলাদেশের হাতে এখনও দুটি ম্যাচ বাকি। ভারত ও আফগানিস্তানকে হারাতে পারলে সেমি ফাইনালে যাওয়ার সুযোগ আছে। সেই প্রসঙ্গে শান্ত জানালেন, প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলবে দল।
শান্ত বলেন, ‘আমাদের হাতে দুই ম্যাচ আছে। সেগুলো থেকে পাওয়ার অনেক কিছু আছে। দুটি ম্যাচ জিততে পারলে আমরা আরও ভালো অবস্থানে যেতে পারব। প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলব। জেতার জন্যই আমরা খেলি।’