এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে নেওয়া হবে নাসিফকে

ব্রেন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি আছেন সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবাল । প্রাথমিকভাবে চট্টগ্রামের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে আসা হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া তথ্য মতে, আপাতত স্থিতিশীল আছেন নাফিস। তবে বাড়তি সতর্কতার জন্য উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে নেওয়া হবে সাবেক এই ক্রিকেটারকে।
সবকিছু ঠিক থাকলে আজ রোববার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে নেওয়া হবে নাফিসকে। এরই মধ্যে শুক্রবার ভাইয়ের অসুস্থতার খবর শুনে দুবাই থেকে দেশে ফিরেছেন তামিম ইকবাল। পারিবারিকভাবেই সিদ্ধান্ত নিয়ে এবার নাফিসকে থাইল্যান্ডে নেবেন তারা।
এর আগে নাফিসের অবস্থা নিয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ বলেন, ‘মস্তিস্কের ভেনাস (শিরা) সিস্টেমে রক্ত জমাট বেঁধে আছে। এখন স্থিতিশীল আছে। যে দিকগুলো দেখা হয় সেগুলো ভালো আছে। চিকিৎসকর আশা করছেন কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব।’
তিনি আরও জানান, ‘এসব ক্ষেত্রে সাধারণত প্রথম দুই-তিন দিন পর্যবেক্ষণে রাখতে হয়। আজকে রাতটা এসডি ইউনিটে থাকবে। কালকে যদি সিম্পটম ভালো হয় তাকে ওয়ার্ডে নেওয়া হবে। কিন্তু পর্যবেক্ষণে আমার মনে হয় বেশ কয়েক সপ্তাহ থাকতে হবে।’
এদিকে নাফিসকে দেখতে হাসপাতালে ছুটে যান সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। জাতীয় দলের সতীর্থ হলেও নাফিস ছিলেন মাশরাফীর খুব কাছের বন্ধু। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এখন আবার ডাক্তার আসবে, যা দেখেছি আল্লাহর রহমতে ভালো আছে। যা দেখেছি সো ফার ভালো, এনজিওগ্রাম করছে ব্রেইনে। এর আগে বল লাগার কারণে ওর একটা প্লেট ছিল চোখে, সেজন্য এমআরআই করতে পারিনি। ব্রেন এনজিওগ্রাম সম্ভবত ওটা করেছে। এখন ভালো আছে।’