সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে বাফুফে ভবন ঘেরাও
সরকার পতনের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। তার দেশ ত্যাগের পরই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি তুলেছেন ফুটবল সমর্থকরা।
গত সোমবার বাংলাদেশি ফুটবল আলট্রাস নামে সমর্থকদের একটি সংগঠন সালাউদ্দিনকে ২৪ ঘণ্টা আলটিমেটামও বেঁধে দিয়েছিল। এমনকি আলট্রাসের কয়েকজন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে গিয়ে লিখিত চিঠিও দিয়ে এসেছেন। তবুও সালাউদ্দিন পদত্যাগ না করায় গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) বিকালে বাফুফে ভবন ঘেরাও করেন তারা।
এর আগে, এই বিষয়ে বাংলাদেশ ফুটবল আলট্রাস সভাপতি আমিনুল ব্যাপারী শিপলু জানিয়েছিলেন, ‘সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হলো। স্বেচ্ছায় পদত্যাগ না করলে, আমরা টেনে নামাব। ২৪ ঘণ্টা পর বাফুফে ভবন দখল নেওয়া হবে।’
আওয়ামী লীগ সরকারের অধীনে বাফুফেতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেছেন সমর্থকরা। এসব দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা। ২০০৮ সালে প্রথম মেয়াদে বাফুফে সভাপতির দায়িত্ব নেন সালাউদ্দিন।
এরপর টানা ২০১২, ২০১৬ ও সর্বশেষ ২০২০ নির্বাচনে জয়ী হন একই পদে। যদিও সাবেক এই ফুটবলারের অধীনে দেশের ফুটবলের উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। উল্টো কিছু কিছু ক্ষেত্রে ফুটবল তার জৌলুশ হারিয়েছে।