জয়ের লক্ষ্যে ফের নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আরো একবার নেপালের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। প্রথম লেগে নেপালকে ৩-০ গোলে হারিয়েছিল লাল-সবুজের মেয়েরা। এবারও জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলে অবস্থান আরও মজবুত করতে চায় তারা। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বুধবার (২৭ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
চলতি আসরে অংশ নিচ্ছে মাত্র চারটি দেশ, বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। পাকিস্তান, শ্রীলংকা ও মালদ্বীপ না থাকায় এবারের টুর্নামেন্টে ডাবল লিগ পদ্ধতিতে খেলছে দলগুলো। প্রত্যেক দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে।
প্রথম লেগ শেষে প্রত্যেক দলই তিনটি করে ম্যাচ খেলে ফেলেছে। তিন ম্যাচ শেষে বাংলাদেশের মেয়েদের সংগ্রহ ৬ পয়েন্ট। ভুটানকে ৩-১ ও নেপালকে ৩-০ গোলে হারালেও ভারতের কাছে ২-০ ব্যবধানে হেরেছে তারা।
তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত। তারা ৭-০ গোলে নেপাল, ২-০ গোলে বাংলাদেশ এবং ৮-০ গোলে ভুটানকে হারিয়েছে।
টেবিলের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশের মেয়েরা। শিরোপা জিততে হলে পরের ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই। পয়েন্ট সমান হলে হিসাব করা হবে গোল ব্যবধান। প্রথম লেগ শেষে যেখানে ভারতের মেয়েরা অনেক এগিয়ে।
ভারতের বিপক্ষে ফিরতি ম্যাচে জয় পাওয়া বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবে। তার আগে অবশ্য আজকের ম্যাচে নেপালের বিপক্ষে জয় নিশ্চিত করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।