ম্যানসিটির বিরুদ্ধে ১১৫ অভিযোগ, এগিয়ে আনা হচ্ছে শুনানির সময়
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/08/14/mancity.jpg)
এক দশকের বেশি সময় ধরে বেশ ধনী ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত ম্যানচেস্টার সিটি। কাড়ি কাড়ি অর্থ খরচ করে কিনেছে নামিদামি ফুটবলার ও কোচ। এই সময়ে সাফল্য এসেছে অনেক। ক্লাবটি জিতেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা। তবে, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে ভুরিভুরি।
একটি দুটি নয়, ম্যানসিটির বিপক্ষে আনা হয়েছে ১১৫টি অভিযোগ। আর্থিক নীতিমালা ভঙ্গের দায়ে এসব অভিযোগ করা হয়। ২০১৮ সালে প্রথমবার শুরু হয় তদন্ত। এ বছরের শুনানি হওয়ার কথা ছিল নভেম্বরে। তা দুই মাস এগিয়ে আনা হয়েছে। আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হবে এসব অভিযোগের শুনানি।
বিবিসির বরাতে জানা যায়, গত ১৪ বছরে (২০০৯-১০ মৌসুম থেকে) অভিযোগগুলো জমা হতে থাকে। এর মধ্যে সঠিক তথ্য না দেয়ার অভিযাগ ৫৪টি। খেলোয়াড় ও ম্যানেজারদের বেতনের বিস্তারিত তথ্য প্রদানের ব্যর্থতায় করা হয় ১৪টি অভিযোগ। সাতটি প্রিমিয়ার লিগের প্রফিট অ্যান্ড সাসটেইনেবিলিটিলঙ্ঘনের এবং পাঁচটি উয়েফার নীতি পরিপালনে ব্যর্থতার। এই ৮০টি অভিযোগে প্রিমিয়ার লিগের তদন্ত দলকে সহযোগিতা না করায় গঠিত হয় আরও ৩৫টি অভিযোগ।
এসব অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তির মুখেই পড়তে পারে সিটিজেনরা। এতে করে সংশ্লিষ্ট মৌসুমগুলোতে ম্যানসিটির পয়েন্ট কর্তন, জরিমানার বিধান তো রয়েছেই। এমনকি ক্লাবটি পেতে পারে প্রিমিয়ার লিগ থেকে অবনমনের সাজা।