ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, আমলে নেবে আইসিসি?
এখন আর আগের মতো নিরাপত্তা শঙ্কা নেই পাকিস্তানে। যার প্রমাণ মেলে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো বড় দলগুলো সিরিজ খেতে গেছে সেখানে। নিরাপত্তা ঝুঁকি না থাকলেও বৈরি সম্পর্কের কারণে কিছুতেই পাকিস্তানে খেলতে যাবে না ভারত। এমন পরিস্থিতিতে চ্যাম্পিয়নস ট্রফি নিয়েও জেগেছে শঙ্কা। এবার জানা গেল নতুন খবর। পাকিস্তানে যেতে নাকি অন্য বোর্ডগুলোকে লোভনীয় প্রস্তাব দিয়েছে বিসিসিআই।
সূত্রের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ক্রিকেট পাকিস্তান’। প্রতিবেদন অনুসারে, ভারতীয় ক্রিকেট বোর্ড অন্য দেশের বোর্ডকে মোটা টাকার প্রস্তাব দিয়েছে। তাদের জানানো হয়েছে, আইসিসির কাছ থেকে যে আয় ভারতের হয়, সেখান থেকে তাদের ভাগ দেওয়া হবে। বাড়তি আর্থিক প্রলোভনও দেখানো হয়েছে।
এখানেই শেষ নয়, সেই সব দেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের সময় ম্যাচের সংখ্যা বাড়ানোর প্রস্তাবও দিয়েছে ভারতীয় বোর্ড। বদলে সেই সব দেশকে জানানো হয়েছে, তারা যাতে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে দেওয়ার প্রস্তাবে ভারতের পাশে দাঁড়ায়। অবশ্য এমন অভিযোগ নিয়ে এখনও মুখ খোলেনি বিসিসিআই।
এদিকে সূচি ঘোষণার সময়সীমাও ঘনিয়ে এসেছে। ২-১ দিনের মধ্যেই আইসিসিকে সূচি চূড়ান্ত করতে হবে। সময়মতো সূচি ঘোষণা না করলে তা সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি লঙ্ঘনের মতো ব্যাপার হয়ে দাঁড়াবে, যা আইসিসি–বিসিসিআই উভয়ের ওপর চাপ সৃষ্টি করবে।
উল্লেখ্য, আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম প্রকাশিত হওয়ার পর থেকেই চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ভারত কিছুতেই সেখানে খেলতে যাবে না, এটা বরাবরই বলে এসেছে বিসিসিআই। সবশেষ আইসিসির কাছে লিখিত বার্তাও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের এই অনীহা যদি শেষ পর্যন্ত বহাল থাকে তবে টুর্নামেন্টটি ‘হাইব্রিড মডেলে’ হওয়ার সম্ভাবনা আছে। যেটা ২০২৩ এশিয়া কাপেও হয়েছিল। সেক্ষেত্রে ভারত নিরপেক্ষ ভেন্যুতে গিয়ে খেলবে। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হতে পারে সংযুক্ত আরব আমিরাত বা শ্রীলঙ্কা।