ঢাকাকে হারিয়ে বিপিএলে রংপুরের শুভসূচনা
ডিসেম্বরের শুরুতে আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জেতে রংপুর রাইডার্স। বিপিএল শুরুর আগে সেই আত্মবিশ্বাস সঙ্গী ছিল দলের। সঙ্গে ছিল খেলোয়াড়দের পারফরম্যান্স। মাঠের ক্রিকেটে ছন্দে থাকা দলটি বিপিএলের একাদশ আসর শুরু করেছে দারুণ জয় দিয়ে। নবাগত ঢাকা ক্যাপিটালসকে আজ সোমবার (৩০ ডিসেম্বর) ৪০ রানে হারিয়েছে রংপুর।
টস হেরে আগে ব্যাটিংয়ে নামা রংপুর ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে তোলে ১৯১ রান। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রানে থামে ঢাকা।
রান তাড়ায় শুরুটা ভালো করে ঢাকা। উদ্বোধনী জুটিতে লিটন কুমার দাস ও তানজিদ তামিম মিলে তোলেন ৬৫ রান। ২১ বলে ৩০ রান করা তামিমকে সাইফ হাসানের ক্যাচে পরিণত করে রংপুরকে প্রথম সাফল্য এনে দেন শেখ মেহেদি। ২৭ বলে ৩০ রান করে মেহেদির বলেই বিদায় নেন লিটন। তার ক্যাচ নেন অ্যালেক্স হেলস। ওয়ানডাউনে নামা হাবিবুর রহমান প্রথম বলে ছয় মেরে বড় কিছুর ইঙ্গিত দেন। তবে, পরের বলেই তাকে স্টিভেন টেইলরের ক্যাচ বানান মেহেদি।
ঢাকার প্রথম তিন ব্যাটারকে ফিরিয়ে রংপুরকে ম্যাচে ফেরান মেহেদি। খেই হারানো ঢাকার রানের চাকা এরপর ক্রমশ ধীর হতে থাকে। আসা যাওয়ার মিছিলে নাম লেখান ব্যাটাররা। মিডল অর্ডারে দাঁড়াতে পারেননি কেউ। শেষ পর্যন্ত থামতে হয় ১৫১ রানে। লিটন-তামিমের ইনিংস দুটিই হয়ে রয় দলের সবেধন নীলমণি।
রংপুরের পক্ষে চার ওভারে ২৭ রানে চার উইকেট শিকার করেন শেখ মেহেদি। ১৫ রানে দুই উইকেট নেন খুশদিল শাহ।
এর আগে নিজেদের ব্যাটিংয়ের সময় উদ্বোধনী জুটিতে ঝড়ের আভাস দেন রংপুরের দুই ওপেনার অ্যালেক্স হেলস ও স্টিভেন টেইলর। সাত বলে ১৪ রান করে অবশ্য বিদায় নেন টেইলর। তাকে লেগবিফোরের ফাঁদে ফেলেন মুস্তাফিজুর রহমান। পাঁচ রান করা হেলসকে বোল্ড করেন আলাউদ্দিন বাবু। ওয়ানডাউনে নাম সাইফ হাসান ৩৩ বলে ৪০ রানের ইনিংস খেলে দলের প্রাথমিক ধাক্কা সামাল দেন।
ধাক্কা কাটিয়ে হাত খুলে খেলতে থাকেন রংপুরের ব্যাটাররা। ইফতিখার আহমেদের ব্যাট থেকে আসে ৩৮ বলে ৪৯ রান। সাইফ ও ইফতিখারকে ফেরান বাবু। তবে রংপুরের রান ১৯০ পার হয় শেষ দিকে খুশদিল শাহ ও অদিনায়ক সোহানের ব্যাটে। ২৩ বলে সমান তিনটি করে চার ও ছক্কায় ৪৬ রানে অপরাজিত থাকেন খুশদিল। ১১ বলে ছয় চারে সোহান করেন ২৫ রান। মুকিদুল ইসলামের শিকারে পরিণত না হলে তার ইনিংস আরও বড় হতে পারত।
ঢাকার পক্ষে বাবু শিকার করেন তিন উইকেট। মুকিদুল পান দুটি ও মুস্তাফিজ একটি।