বিপিএলের টিকিট বিক্রিতে কত আয় করল বিসিবি?
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/bbb.jpg)
অন্য যেকোনো আসরের চেয়ে এবারের বিপিএলের আবেদন ছিল বেশি। অন্যরকম বিপিএল আয়োজনের আশ্বাস দিয়ে মাঠে খেলা গড়ানোর আগেই হয়েছে আলোচনা। বাইশ গজে লড়াইটা হয়েছে চমৎকার। অন্যান্য আসরের চেয়ে রান বেশি হয়েছে। মাঠের খেলা ছিল প্রতিদ্বন্দ্বিতামূলক।
তবে, আসরের প্রথম দিন থেকে টিকিটের জন্য হাহাকার করেছে দর্শক। ঘটেছে একাধিক বিশৃঙ্খলার ঘটনা। পর্যাপ্ত টিকিট না পেয়ে ক্ষোভ ঝেড়েছেন ক্রিকেটপ্রেমীরা। মিরপুরে টিকিট না পেয়ে ক্ষুব্ধ দর্শকদের বিক্ষোভ ও বিসিবির গেট ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এতকিছুর পরও, সদ্য শেষ হওয়া আসরেই সবচেয়ে বেশি আয় হয়েছে টিকিট থেকে।
বিপিএলের একাদশ আসর থেকে কত টাকা এসেছে টিকিট বাবদ, আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সেটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির প্রধান ইফতেখার আহমেদ মিঠু।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইফতেখার আহমেদ বলেন, ‘আগের বিপিএলগুলোর সঙ্গে তুলনা করলে, এবার দর্শক বেশি হয়েছে। বিপিএল এবার টিকিট থেকে আয় করেছে ১২ কোটি টাকার মতো, যেটা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। তিনটি ভেন্যুতেই দর্শক ভরপুর ছিল। মাঠে রানও হয়েছে। কয়েকটি ঘটনা ছাড়া এবারের বিপিএল অন্যবারের চেয়ে এগিয়ে ছিল।’
টুর্নামেন্টের শুরুতে টিকিট নিয়ে অব্যবস্থাপনা থাকলেও বিসিবি সেটি সামলে নেয়। অনলাইন ও ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রিতে দর্শকরা সাড়া দিয়েছেন। অনলাইনে টিকিট বিক্রির ফলে বেড়েছে আয়ের স্বচ্ছতা। ২০২৫ বিপিএলের প্রায় ৬০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে ডিজিটাল মাধ্যমে।