বিপিএলের প্লে অফ লড়াই, কোন দলের কী সমীকরণ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ চারের লড়াই জমে উঠেছে। ইতোমধ্যে শেষ চার নিশ্চিত করেছে টানা আট ম্যাচে জয় পাওয়া রংপুর রাইডার্স। বাকি তিন স্থানের জন্য লড়াইয়ে ছয় দল। ৪২ ম্যাচের প্রথম পর্বের ২৮টি ম্যাচ শেষে প্লে-অফের দৌড়ে টিকে থাকতে কোন দলকে কী করতে হবে, তা জেনে নেওয়া যাক…
চিটাগং কিংস : মাঝারি মানের দল নিয়ে এবারের বিপিএলে দারুণ ছন্দে আছে চিটাগং কিংস। ৮ ম্যাচের ৫টিতে জিতে প্লে-অফ নিশ্চিতের পথে মোহাম্মদ মিথুনের দল। ঘরের মাঠে বুধবার ঢাকা ক্যাপিটালসকে হারালে প্লে-অফে প্রায় এক পা দিয়ে রাখবে দলটি। শেষ চার ম্যাচের ২টিতে জিতলেই শেষ চার নিশ্চিত হবে চিটাগংয়ের। দলটির বাকি ম্যাচ ঢাকা, রাজশাহী, সিলেট ও বরিশালের বিপক্ষে।
ফরচুন বরিশাল : বিপিএলের গতবারের চ্যাম্পিয়ন বরিশাল এবারও ভালো ছন্দে আছে। ৭ ম্যাচের ৫টিতে জিতে পয়েন্ট টেবিলের তিনে অবস্থান তামিমদের। বাকি পাঁচ ম্যাচের মাত্র দুটিতে জিতলেই শেষ চার নিশ্চিত হবে বর্তমান চ্যাম্পিয়নদের। বাকি ম্যাচে তাদের প্রতিপক্ষ ঢাকা, সিলেট, চিটাগং ও খুলনার বিপক্ষে। এরমধ্যে খুলনার বিপক্ষেই দুটো ম্যাচ খেলবেন মুশফিক-মাহমুদউল্লাহরা।
খুলনা টাইগার্স : মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এবার প্লে-অফে খেলার স্বপ্ন দেখছে কখনও বিপিএলে শিরোপা না জেতা খুলনা টাইগার্স। তিন জয় আর চার পরাজয়ে চারে অবস্থান খুলনার। শেষ চার নিশ্চিতে বাকি ৫ ম্যাচের ৩টিতে জিততে হবে তাদের। তেমনটা না হলে তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। বরিশাল ছাড়াও সিলেট, রংপুর ও ঢাকার বিপক্ষে ম্যাচ রয়েছে খুলনার।
দুর্বার রাজশাহী : এবারের বিপিএলে সবচেয়ে বিতকির্ত দলের তকমাটা নিজেদের করে নিয়েছে দুর্বার রাজশাহী। ৯ ম্যাচে মাত্র ৩ জয়ে তাদের প্লে-অফের খেলার সম্ভাবনাটা ক্ষীণ হয়ে আসছে। শেষ তিন ম্যাচে ২ জয়ের কোনো বিকল্প নেই তাদের। শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর পয়েন্টস টেবিলের দিকে। বাকি তিন ম্যাচে তাদের প্রতিপক্ষ রংপুর ও সিলেট। এরমধ্যে দুটোই শক্তিশালী রংপুরের বিপক্ষে। যারা এখনও অপরাজিত।
ঢাকা ক্যাপিটালস : টুর্নামেন্ট শুরুর আগে দারুণ আলোড়ন তুললেও সেভাবে কিছুই করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। প্রথম ৬ ম্যাচে হারা দলটি প্রথম জয় পায় সপ্তম ম্যাচে। ৯ ম্যাচে তাদের পয়েন্টস মাত্র ৪। বাকি তিন ম্যাচের সবকটিতেই জিততে হবে তাদের। যেখানে তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের উপরের তিন দল চিটাগং, বরিশাল ও খুলনা।
সিলেট স্ট্রাইকার্স : গত আসরের মতো এবারও টেবিলের তলানীতে সিলেট। ৮ ম্যাচে তাদের পয়েন্টস ২। যার ফলে শেষ চার ম্যাচের প্রায় সবকটিতেই জিততে হবে তাদের। আর হারলে পড়তে হবে যদি-কিন্তুর সমীকরণে। বাকি ম্যাচগুলোতে তাদের প্রতিপক্ষ খুলনা, বরিশাল, রাজশাহী ও চিটাগং।
রংপুর রাইডার্স : প্লে-অফ নিশ্চিত হওয়ায় নির্ভার রংপুর রাইডার্স। শেষ চার ম্যাচে কোনো ম্যাচে না জিতলেও তাদের তেমন কোন সমস্যা হবে না। তবে, প্রথম কোয়ালিফায়ারে খেলতে প্রয়োজন হবে আরও একটি জয়ের। তেমনটা হলে শীর্ষ দুইয়ে থেকেই প্লে-অফ খেলবে নুরুল হাসান সোহানের দল।