নিষেধাজ্ঞার খবর জানেন না, বিতর্কিত খবরে মর্মাহত বিজয়
চলমান বিপিএলে বেশ কয়েকটি ম্যাচে ক্রিকেটারদের আচরণ জন্ম দিয়েছে সন্দেহের। বিষয়টি নিয়ে তদন্ত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন বিভাগ (আকু)। সন্দেহের তালিকায় থাকা দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক বিজয়কে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এমন খবরই রটেছে আজ শনিবার (১ ফেব্রুয়ারি)। যা নিয়ে শুরু হয় তোলপাড়।
যাকে নিয়ে এত আলোচনা, সেই বিজয় জানেন না এসবের কিছুই। বাংলাদেশ জাতীয় দলের এই তারকা ক্রিকেটার বরং অবাক হয়েছেন এমন খবরে। তিনিসহ তার পরিবারের সদস্যরা মুষড়ে পড়েছেন দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর শুনে। এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলার সময় বিজয় জানান, তার পরিবার রীতিমতো ভেঙে পড়েছে।
এই প্রতিবেদককে বিজয় বলেন, ‘খবরটা আমি দেখেছি। বিসিবি থেকে আমাকে কিছুই জানানো হয়নি। খবরটি দেখে খুবই হতাশ হয়েছি। আমার পরিবারের সদস্যরা ভেঙে পড়েছে এটি শুনে।’
এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না।
বিসিবি সভাপতি বলেন, ‘আমি এই মুহূর্তে আনুষ্ঠানিক কোনো মন্তব্য দিতে পারব না। এখন তদন্ত চলছে। সেটি পূর্ণ হতে দিন। যদি তদন্তে কিছু বেরিয়ে আসে, তাহলে আমি এটুকু বলতে পারি, কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। কঠিন শাস্তি দিতে পিছপা হব না। যে সিদ্ধান্ত নেওয়া হবে, তা অপরাধীদের জীবনকে অন্যরকম করে তুলবে। সবার বিরুদ্ধে একই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং তা হবে ভীষণ কঠিন।’