সুযোগ দিলে বাংলাদেশি তরুণরা এগিয়ে যাবে, বিশ্বাস বিজয়ের
চলমান বিপিএলে ভালো ফর্মে আছে এনামুল হক বিজয়। তার নেতৃত্বে দুর্বার রাজশাহী দুর্বার গতিতে ছুটতে না পারলেও তিনি নিজের জায়গা থেকে চেষ্টা করছেন। একটি শতকসহ ৮ ইনিংসে ৩২৪ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সর্বশেষ ম্যাচে রাজশাহীর অধিনায়কত্ব দেওয়া হয় তাসকিন আহমেদকে। সেই ম্যাচেও দলের পক্ষে সর্বোচ্চ রান বিজয়ের।
অন্যান্য আসরের তুলনায় এবারের বিপিএলে বাংলাদেশি তারকারা আলো ছড়াচ্ছেন বেশি। বিজয় মনে করেন, বাইরের দেশে খেলার সুযোগ পেলে আরও ভালো করতেন বাংলাদেশের ক্রিকেটাররা। তার মতে, সুযোগ অভাবে পিছিয়ে আছে ক্রিকেটাররা।
বিজয় বলেন, ‘এবারের বিপিএলে দেশি ক্রিকেটাররা ভালো ক্রিকেট খেলছে। বেশিরভাগ বাংলাদেশি খেলোয়াড়েরা এই বিপিএল এবং তার আগের এনসিএল টি-টোয়েন্টিতে নিজেদের দক্ষতা দেখিয়েছে। কিন্তু আমাদের ছেলেরা বিদেশি লিগে খেলার তেমন সুযোগ পায় না। বাংলাদেশিরা ফ্র্যাঞ্চাইজি লিগে কম খেলে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ বিশ্বজুড়ে কয়েকটি লিগে খেলেছেন। তাদের ছাড়া অন্যদের সুযোগ খুবই কম হয়েছে। শীর্ষ লিগে খেলার সুযোগ হলে নিজেকে প্রমাণ করার সুযোগ পাওয়া যাবে। প্রতিভার চেয়ে পারফর্মার বেশি গুরুত্বপূর্ণ।’
বিজয় কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের নাম উল্লেখ করেন। তার কাছে এসব ক্রিকেটারকে সম্ভাবনাময় মনে হয়েছে। যারা বিদেশে খেলার সুযোগ পেলে নিজেদের আরও মেলে ধরতে পারবে। তাদের মধ্যে আছেন আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, জাকির হাসান ও শামীম হোসেন পাটোয়ারী।