জাতীয় দলে কেউ আমার প্রতিদ্বন্দ্বী না : সোহান

ঘরোয়া ক্রিকেটে গত কয়েক মৌসুমে দুর্দান্ত সময় পারছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। ‘এ’ দলের হয়েও পারফর্ম করছেন সুযোগ পেলেই। তবু অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে তিনি। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেও মিলছে না সুযোগ। সোহান ভক্তদের দাবি, তার সঙ্গে অন্যায় করা হচ্ছে। এসব অবশ্য স্বাভাবিকভাবে দেখেন সোহান। তার বিশ্বাস যে ভালো করে সে-ই সুযোগ পায়।
অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি খেলতে যাবে বাংলাদেশ ‘এ’ দল। এই দলের অধিনায়ক হিসেবে আজ বুধবার (৬ আগস্ট) সংবাদ সম্মেলনে এসেছিলেন সোহান। সেখানেই বিভিন্ন কথা বলেন সোহান।
সোহান বলেন, ‘আমি আসলে কারো সঙ্গে আমাকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখি না। আমার কাছে মনে হয় যে ভালো, যে ডিজার্ভ করে সেই জাতীয় দলে যাবে। আমার প্রতিযোগিতা আমার নিজের সঙ্গেই। আমি সবসময় আমার নিজের জায়গা থেকে উন্নতি করার চেষ্টা করি। সুযোগ আসলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
অনেকের ধারণা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পাবেন সোহান। তবে শেষ পর্যন্ত তাকে ছাড়াই লঙ্কা সফর করেছিল বাংলাদেশ। সেই সময় গুঞ্জন উঠেছিল, রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল টি-টোয়েন্টি খেলার জন্য শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না সোহান। এবার সেই গুঞ্জনকে উড়িয়ে দিলেন উইকেটরক্ষক এই ব্যাটার।
সোহান বলেন, ‘আমি একটা কথা স্পষ্ট করতে চাই, আমার কাছে মনে হয় যে, আমার প্রথম পছন্দ গ্লোবাল টি-টোয়েন্টি ছিল না। গ্লোবাল টি-টোয়েন্টির জন্য আমি জাতীয় দলে ছিলাম না, এরকম কোনো কিছু ছিল না। আমি চট্টগ্রামে ক্যাম্পে ছিলাম। যখন আমি শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছি, তখন বাসায় বসে থাকার চেয়ে গ্লোবাল টি-টোয়েন্টি নিয়ে চিন্তা করেছি। এরকম কোনো কথা আমার না টিম ম্যানেজমেন্টের সঙ্গে হয়েছে, না রংপুরের টিম ম্যানেজমেন্টের সঙ্গে হয়েছে।’