শেখায় বিশ্বাসী না, শিরোপা জিততে চান সোহান

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্ট খেলতে বৃহস্পতি ও শুক্রবার দুইধাপে অস্ট্রেলিয়ার বিমান ধরবে বাংলাদেশ ‘এ’ দল। ১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেস ম্যাচ খেলবে ২৪ আগস্ট অ্যডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে।
টুর্নামেন্টে নিজেদের লক্ষ্য জানাতে আজ বুধবার (৬ আগস্ট) সংবাদ সম্মেলনে এসেছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। সেখানে টুর্নামেন্টে নিজেদের লক্ষ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।
বাংলাদেশ ‘এ’ দলকে মনে করা হয় জাতীয় দলের জন্য শেখার প্ল্যাটফর্ম হিসেবে। তবে, সোহান তাতে বিশ্বাসী নয়। তিনি বলেন, ‘টুর্নামেন্ট থকে শেখার এই বিষয়টা আমি খুব একটা বিশ্বাস করি না। শেখাটা জীবনের অংশ, আমার শিখতেই আছি। যেহেতু আমরা একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, আমার কাছে মনে হয় আমাদের লক্ষ্য হওয়া উচিত ফাইনাল খেলা। আমাদের ক্রিকেটার যারা আছে সবার লক্ষ্যই ট্রফি জেতা।’
অস্ট্রেলিয়ার কন্ডিশন এশিয়ার চেয়ে বরাবরই ভিন্ন। যে কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে ভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হয় এশিয়ার দেশগুলোকে। এই কন্ডিশনেও ভালো করার সুযোগ দেখছেন সোহান।
সোহান বলেন, ‘অনেকগুলো ভালো টিম আছে। পাকিস্তান ‘এ’ টিম আছে, নেপাল জাতীয় দল আছে এবং ওখানের যে টিমগুলো আছে সেগুলো আমার যাওয়ার পরে বুঝতে পারব। আমার কাছে মনে হয়, সব টিমই ভালো টিম। প্রতিযোগিতামূলক একটা টুর্নামেন্ট হবে। আমার কাছে মনে হয় যে, এই কন্ডিশনে আমাদের জন্য ভালো কিছু করার একটা ভালো সুযোগ আছে।’