সাকিবের রেকর্ড ভাঙতে পারেন তাসকিন!
দল হিসেবে দুর্বার রাজশাহী যতটা দুর্বল, ততটাই সবল তাসকিন আহমেদ। বল হাতে চলতি বিপিএলে ছাড়িয়ে গেছেন সবাইকে। শীর্ষ উইকেট শিকারি তাসকিনের পর দুইয়ে থাকা বোলারের মাঝে উইকেটের ব্যবধান সাত। আসরে এই স্পিডস্টারের উইকেট এখন পর্যন্ত ২০টি।
৯ ম্যাচ খেলে ২০ উইকেট নেওয়া তাসকিন এক ম্যাচে একাই তুলেছেন সাত উইকেট। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সেই ম্যাচে দুর্দান্ত ছিলেন তিনি। ১৯ রানে সাত শিকার—বিপিএলে যা সেরা বোলিংয়ের রেকর্ড, স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় সেরা। তাসকিনের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট খুলনার টাইগার্সের পেসার আবু হায়দার রনির। সাত ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন তিনি।
২০ উইকেট নিয়ে তাসকিন দাঁড়িয়ে আছেন একটি রেকর্ডের দ্বারপ্রান্তে। চলতি আসরে রাজশাহীর ম্যাচ আছে আরও তিনটি। তিন ম্যাচে তিনি যদি চার উইকেট নিতে পারেন, তাহলে হবে ২৪টি। বিপিএলের এক আসরে সর্বোচ্চ ২৩ উইকেট নেওয়ার কৃতিত্ব সাকিব আল হাসানের। ২০১৮-১৯ মৌসুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচে ২৩ উইকেট নিয়েছিলেন সাকিব, যা এখন পর্যন্ত ভাঙতে পারেননি কেউ। ২২ উইকেট নিয়ে দুইয়ে আছেন সাকিবই।
সাকিবসহ বিপিএলে এক মৌসুমে ২২ উইকেট নেওয়ার রেকর্ড আছে মোট ছয়জনের। ২০১৮-১৯ মৌসুমে তিন বোলার পান ২২টি করে উইকেট। সেই তিনজনের মধ্যেও ছিলেন তাসকিন। বাকি দুজন মাশরাফী বিন মোর্ত্তজা ও রুবেল হোসেন। গত মৌসুমে ২২ উইকেট নিয়ে সেই তালিকায় যোগ দেন শরীফুল ইসলাম। এছাড়া, ২২ উইকেট নেওয়াদের তালিকায় আছে একজন বিদেশি। বরিশাল বুলসের হয়ে ২০১৫-১৬ মৌসুমে কেভন কুপার নিয়েছিলেন ২২ উইকেট।