নাটকীয় জয়ে প্লে-অফের পথে বরিশাল
নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে খুলনা টাইগার্স। তামিমের ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের দুয়ারে গিয়েও হারতে হয়েছে দলটিকে। মাঝারি সংগ্রহ তাড়ায় নেমেও ৭ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মিরাজদের।
আজ বুধবার (২২ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬৭ রান তোলে বরিশাল। ব্যাট হাতে সর্বোচ্চ ৫০ রান করেন অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৬০ রান তোলে খুলনা।
রান তাড়ায় নেমে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি খুলনার। ৬ রানের মাথায় ফেরেন ওপেনার ইমরুল কায়েস। এরপর মোহাম্মদ নাঈম ও মেহেদী হাসান মিরাজ মিলে দলকে ভালো অবস্থানে নেওয়ার চেষ্টা করেন। যদিও খুব বড় জুটি গড়তে পারেননি তারা। দলীয় ৬৫ রানের মাথায় ফেরেন মিরাজ। ২৯ বলে ৩৩ রান আসে তার ব্যাট থেকে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৬০ রানে থামে খুলনা। ব্যাট হাতে সর্বোচ্চ ৭৭ রান করেন নাঈম।
এর আগে, ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বরিশালের। দলীয় ২ রানের মাথায় ফেরেন দুই টপ অর্ডার তামিম ইকবাল ও ডেবিড মালান। তামিম ও মালান দুইজনই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন। এরপর আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম নামের প্রতি সুবিচার করতে পারেননি। ৪ বলে মাত্র ৫ রান আসে তার ব্যাট থেকে।
মাত্র ১৫ রানের মাঝে তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে বরিশাল। পরবর্তীতে মাহমুদুল্লাহ রিয়াদ ও তাওহিদ হৃদয়ের ব্যাটে চাপ সামালের চেষ্টা করে বরিশাল।
দারুন ব্যাটিংয়ে তারা গড়েন ৪৭ রানের জুটি। দলীয় ৬৩ রানের মাথায় মেহেদি মিরাজের বলে সাজঘরে ফেরেন হৃদয়। ৩০ বলে করেন ৩৬ রান। হৃদয়ের বিদায়ের পরের ওভারেই ফের ধাক্কা খায় বরিশাল। এবার ফেরেন অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ নবী। ২ বলে ১ রান করেন তিনি। এরপর মাহমুদুল্লাহ ও রিশাদ হোসেনের ব্যাটিং দৃঢ়তায় লড়াকু পুঁজি পায় বরিশাল।
দুই দলের শেষ পাঁচ দেখায় তিনটিতেই জয় বরিশালের। এবারের আসরে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে এই দুল। ঢাকা পর্বে আরও একবার দেখা যাবে খুলনা-বরিশাল লড়াই। খুলনা কি পারবে তামিমদের ছুঁড়ে দেওয়া লক্ষ্য টপকাতে, সেটাই এখন দেখার অপেক্ষা।