তাসকিনদের হঠাৎ হোটেল বদলের কারণ জানাল কর্তৃপক্ষ
পারিশ্রমিক বিতর্কে রীতিমত টালমাটাল অবস্থা বিপিএলের দল দুর্বার রাজশাহীর। চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় বিপিএল ফিরলেও বিতর্ক পিছু ছাড়েনি দলটির। রংপুরের বিপক্ষে ম্যাচের দিন সকালে হুট করেই হোটেল বদল করেন ক্রিকেটাররা। যা বেশ বিতর্কের জন্ম দেয়। বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিল হোটেল কর্তৃপক্ষ।
ঢাকায় পাঁচতারকা হোটেল ওয়েস্টিনে অবস্থান করছিল রাজশাহীর ক্রিকেটাররা। যদিও আজ রোববার (২৬ জানুয়ারি) ম্যাচের কয়েক ঘণ্টা আগে টিম হোটেল বদল করেন খেলোয়াড়রা। যা দুর্বার রাজশাহীর পেশাদারি নিয়েও প্রশ্ন তোলে। তবে কী হোটেল বিল বকেয়া থাকায় হোটেল পরিবর্তন করল রাজশাহী? এমন গুঞ্জনই শোনা যায়।
বিষয়টি নিয়ে অবশেষে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ওয়েস্টিন কর্তপক্ষ। ওই বিবৃতিতে তারা জানায়, ‘আপনাদের জানাতে চাই, দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা আমাদের অন্য একটি জায়গায় (হোটেল শেরাটন) উঠেছে। তাদের এমন হোটেল বদলের বিষয়টি দলটির মালিক শফিক রেহমানের বিশেষ অনুরোধে করা হয়েছে।’
ফ্র্যাঞ্চাইজিটির এক কর্মকর্তা জানিয়েছেন, দুটি হোটেলই একই মালিকের। লজিস্টিকস সাপোর্ট সংক্রান্ত কারণে হোটেল পরিবর্তন করেছেন তারা। এর আগে, চট্টগ্রামে খেলার সময়ও হোটেলে বিল বকেয়া ছিল বলে শোনা যায়। এমন আর্থিক সঙ্কট নিয়েও কিভাবে তারা বিপিএলে দল নেওয়ার সুযোগ পেল, সেটা নিয়েও উঠছে প্রশ্ন।