প্লে-অফের লড়াইয়ে থাকতে খুলনার পুঁজি ১৮৭
বিপিএলের প্লে-অফের লড়াইয়ে নিশ্চিতভাবে টিকে আছে খুলনা টাইগার্স। সেই আশাকে বাস্তবতায় রূপ দিতে পরের ম্যাচগুলো ডু অর ডাই। এমন সমীকরণের সামনে থেকে আজ সোমবার (২৭ জানুয়ারি) ফরচুন বরিশালের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে আগে ব্যাট করে তামিমের দলকে ১৮৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে খুলনা টাইগার্স।
বিপিএলের ৩৫তম ম্যাচে বরিশালের বিপক্ষে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে স্কোরবোর্ডে ১৮৭ রান তুলেছে খুলনা টাইগার্স। দলের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটা খেলেছেন মোহাম্মদ নাইম শেখ। হাফসেঞ্চুরিতে ২৭ বলে ৫১ রানের ইনিংস উপহার দিয়েছেন খুলনার ওপেনার।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে টস হেরে ব্যাটিং পায় খুলনা। আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে তারা। দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ ও নাইম শেখ মিলে ওপেনিং জুটিতে তোলেন ৪৭ রান। মিরাজের আউটে ভাঙে এই জুটি। ইনিংসের ষষ্ঠ ওভারে ইবাদতের বলে বোল্ড হওয়ার আগে ২৯ রান করেন মিরাজ।
দলীয় শতরানের আগ মুহূর্তে আউট হন আরেক ওপেনার নাঈম। নবম ওভারে ফাহিম আশরাফের বলে আউট হয়ে ফেরেন নাঈম। মিডল অর্ডারে নেমে আফিফ খেলেন ৩২ রানের ইনিংস আর এলেক্স রসের ব্যাট থেকে আসে ২০ রান।
এরপর শেষের দিকে ব্যাটারদের ওপর ভর করে শেষ পর্যন্ত ১৮৭ রানের পুঁজি গড়ে খুলবা টাইগার্স। শেষদিকে নেমে ব্যাট হাতে ২০ রান করেন উইলিয়ামস। মাহিদুল অঙ্কন করেন ১২ বলে ২৭ রান।
বল হাতে ৪৯ রান দিয়ে খুলনার পক্ষে দুই উইকেট নেন ফাহিম আশরাফ। একটি করে উইকেট নেন মোহাম্মদ নবি, জেমস ফুলার ও ইবাদত হোসেন।