টানা ৫ ম্যাচে একাদশে নেই শান্ত, কারণ জানালেন তামিম
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/01/30/santo.jpg)
এবারের বিপিএলটা হয়তো ভুলে যেতে চাইবেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তারকাসমৃদ্ধ ফরচুন বরিশালের হয়ে মাঠে নামারই সুযোগ পাচ্ছেন না বাঁহাতি এই ক্রিকেটার। শেষ ৫ ম্যাচে একাদশে জায়গা হয়নি তার। ঠিক কি কারণে শান্তকে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রাখা হচ্ছে, সেই কারণ ব্যাখ্যা করলেন অধিনায়ক তামিম ইকবাল।
গতকাল বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার বিপক্ষে ম্যাচ শেষে শান্তর বিষয়ে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘এটা দুর্ভাগ্যজনক। আমাকে স্বীকার করতে হবে, ওকে যতটা খেলানো উচিত ছিল বা সুযোগ দেওয়া উচিত ছিল সেটা আমরা দিতে পারছি না। আমাদের দলের দিকে যদি দেখেন, আমাদের কম্বিনেশন মেলাতে খুব ডিফিকাল্ট হচ্ছে। এমনকি প্রথম ২-৩-৪ ম্যাচে আমি ঠিকভাবে কম্বিনেশন মেলাতে পারিনি। আমি ওকে খেলাতে চেয়েছি। সে ফর্ম খারাপ বলে মাঠের বাইরে বসে নাই। রংপুরের বিপক্ষেও খুব ভালো একটা ইনিংস খেলেছে। এটা শুধুমাত্র কম্বিনেশনের কারণে।’
তামিম আরও যোগ করেন, ‘বাঁ হাতি, ডান হাতি একটা ইস্যু হয়ে দাঁড়ায়। আমি চাই না তিনজন বাঁহাতি পরপর ব্যাটিং করুক। এটা একটা ইস্যু। আরও অনেক কিছু কারণ আছে, মনে হয় না এখানে আমার সবকিছু বলার দরকার আছে।’
শান্তর না থাকা নিয়ে মুখ খুলেছেন জাতীয় দলের আরেক তারকা মেহেদী হাসান মিরাজ। এই ক্রিকেটার বলেন, ‘‘একাদশে না থাকা সম্পূর্ণ তাদের দলের সমন্বয়ের ব্যাপার। দলে যারা আছেন, তারাই বলতে পারবেন। এখানে আত্মবিশ্বাসের ব্যাপার আছে। দিনশেষে যেহেতু শান্ত ম্যাচ খেলছে না, সেক্ষেত্রে একজন ক্রিকেটার মানসিকভাবে ভেঙে পড়বে। আমি আশাবাদী যে সে যখন খেলবে, অবশ্যই পারফর্ম করবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এক-দুইটা ইনিংসে যদি রান করতে পারে, তাহলে তার আত্মবিশ্বাস ভালো থাকবে।’