এবার বিপিএলের শিরোপা জিততে পারবেন তো হৃদয়?
তাওহিদ হৃদয়ের বিপিএল ভাগ্য ভীষণ মন্দ। এখন পর্যন্ত তিনবার টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন, একবারও জিততে পারেননি শিরোপা। ব্যাপারটা এমন হয়ে গেছে, হৃদয় ফাইনালে খেলা মানে তার দলের হার। এবারও ফাইনালে উঠেছেন তিনি। খেলবেন ফরচুন বরিশালের জার্সিতে।
আসরের বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল। গতবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবার বিপিএলের শিরোপা জেতে দলটি। ২০২৪ সালে কুমিল্লার পক্ষে ফাইনালে অংশ নেন হৃদয়। ২০২৩ মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে দারুণ পারফরম্যান্স করেন হৃদয়। তার ব্যাটিং নৈপুণ্যে ফাইনালে ওঠে সিলেট। কিন্তু ফাইনালে কুমিল্লার কাছে ৭ উইকেটে হারে তারা। এর আগে ২০২২ বিপিএলে বরিশালের হয়ে ফাইনাল খেলতে নেমেছিলেন হৃদয়। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে সেই কুমিল্লার কাছেই ১ রানে হেরে যায় বরিশাল।
বিপিএলে চ্যাম্পিয়ন হতে না পারার দুর্ভাগ্য থেকে বের হতে পারবেন হৃদয়, এমনটিই বিশ্বাস করেন বরিশালের প্রধান কোচ মিজানুর রহমান। তার মতে, চিটাগং কিংসকে হারিয়ে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) হৃদয়ের শিরোপাখরা ঘুচবে। পাশাপাশি এই তারকার ব্যাট হাসবে, এমন আস্থা আছে মিজানের।
বৃহস্পতিবার অনুশীলন শেষে বরিশাল কোচ বলেন, ‘আমরা সবসময় হৃদয়ের প্রতি আস্থা রেখেছি। সে বাংলাদেশের সেরা ব্যাটারদের একজন। যতটা সম্ভব তাকে সমর্থন যোগানোর চেষ্টা করছি এবং আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি যাতে সে হতাশ না হয়। আশা করি, এবার শিরোপা জিততে না পারার দুঃখ ভুলতে পারবে।’