আগামী বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা জানালেন স্কালোনি
ক্যারিয়ারে জেতার কিছু বাকি নেই লিওনেল মেসির। চাইলে বুট জোড়া তুলে রাখতে পারেন এখনই। কিন্তু তিনি এখনও খেলেই চলেছেন। বয়স যেন ছুঁতে পারছে না তাকে। মাঝে চোটের সঙ্গে রীতিমতো যুদ্ধ করেছেন। চোট থেকে ফিরে পুরোনো রূপে ফিরেছেন আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির অধিনায়ক। ছন্দময় মেসিকে দেখে প্রশ্ন জাগে, ২০২৬ বিশ্বকাপে খেলবেন মেসি?
বয়স ৩৮ চলছে। আগামী বিশ্বকাপে ৪০ এর ঘরে থাকবেন মেসি। বয়সের সঙ্গে পেরে ওঠেন না বলে ইদানিং তাকে প্রায় ম্যাচেই পুরো ৯০ মিনিট খেলান না কোচেরা। তবু যতটা সময় পান, নিজের দিনে প্রতিপক্ষকে তছনছ করে দেন। এরপরও ভক্তদের চাওয়া, মেসি ২০২৬ বিশ্বকাপ খেলুক।
মেসি বিশ্বকাপে খেলবেন কি না, তা নিয়ে নানা সময় প্রশ্ন উঠেছে। প্রশ্নের সম্মুখীন হয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। আরও একবার তার কাছে জানতে চাওয়ো হয় মেসির বিশ্বকাপে অংশ নেওয়ার ব্যাপারে। স্কালোনি জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে কিছু বলার এখনও সময় হয়নি।
গোল ডটকমের প্রতিবেদন অনুসারে স্কালোনি বলেন, ‘এখনও এই বিষয়ে কথা বলার সময় হয়নি। সে জানে, কোনটা তার ক্যারিয়ারের জন্য ভালো। তাকেই তার সিদ্ধান্ত নিতে দিন। তকে নিয়ে আমাদের ভাবনাটাও সে জানে। তাকে আমরা সময় দিচ্ছি। তার ভবিষ্যৎ সম্পূর্ণ তার হাতে।’