চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন বাংলাদেশি আম্পায়ার সৈকত
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে দারুণভাবে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বিশ্বকাপ থেকে শুরু করে বোর্ডার-গাভাস্কার ট্রফির মতো গুরুত্বপূর্ণ সিরিজে সাহসী সব সিদ্ধান্তে সকলের প্রশংসা কুড়িয়েছেন তিনি। গত বছর মার্চে আইসিসির এলিট প্যানেলে সুযোগ পাওয়া এই আম্পায়ার এবার দায়িত্ব পেলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ জন ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে আইসিসি। ৮ দলের এই টুর্নামেন্টে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন ১২ জন। তাদের মধ্যে আছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ। এর মধ্যে ৬ জন ২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে দায়িত্ব পালন করেছেন।
অভিজ্ঞ রিচার্ড কেটেলবোরোর সাথে থাকবেন ক্রিস গ্যাফানি, কুমার ধর্মসেনা, রিচার্ড ইলিংওয়ার্থ, পল রেইফেল এবং রড টাকারের মতো আম্পায়াররা। সৈকত ছাড়াও মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, আহসান রাজা, অ্যালেক্স ওয়ার্ফ এবং জোয়েল উইলসনরা থাকবেন। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন অস্ট্রেলিয়ার ডেভিড বুন, শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে ও জিম্বাবুয়ের অ্যান্ডি পাইক্রফট। তারা সবাই আইসিসি ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য। আইসিসির সিনিয়র ম্যানেজার শন ইজি বিবৃতিতে বলেন, 'আমরা পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য এই অত্যন্ত যোগ্যতাসম্পন্ন ম্যাচ কর্মকর্তাদের দল ঘোষণা করতে পেরে আনন্দিত। টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তাদের সম্মিলিত দক্ষতা এবং অভিজ্ঞতা অমূল্য হবে।'
উল্লেখ্য, পাকিস্তান ও আরব আমিরাতে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। শেষ হবে ৯ মার্চ। পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি এবং আরব আমিরাতের দুবাইয়ে ম্যাচগুলো হবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে।