বিপিএলের একাদশ আসরের শীর্ষ পাঁচ রান সংগ্রাহক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/07/bating.jpg)
বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) এর এবারের আসরে মাঠের বাইরে বিতর্ক থাকলেও মাঠের লড়াইটা ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। জমজমাট ফাইনাল শেষে টানা দ্বিতীয় শিরোপা জিতল ফরচুন বরিশাল। রানবন্যার এই বিপিএলে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন বেশকিছু ব্যাটার। একনজরে দেখে নেওয়া যাক বিপিএলের সেরা পাঁচ রান সংগ্রাহক...
১. নাঈম শেখ : দলকে ফাইনালে না তুলতে পারলেও এবারের বিপিএলে ব্যাট হাতে অবিশ্বাস্য ছন্দে ছিলেন খুলনা টাইগার্সের ব্যাটার নাঈম শেখ। ১৪ ইনিংসে ৪২.৫৮ গড়ে করেছেন ৫১১ রান। আছে তিন ফিফটি ও এক সেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস ১১১। আপাতত জাতীয় দলের বাইরে থাকলেও তার এমন পারফরম্যান্স নিঃসন্দেহে নির্বাচকদের নজর এড়ায়নি। বিপিএলের আগে যে টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি, সেখানেও দ্যুতি ছড়ান নাঈম।
২. তানজিদ হাসান তামিম : আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ওপেনিংয়ে বাংলাদেশের অন্যতম ভরসার নাম তানজিদ হাসান তামিম। ঢাকা ক্যাপিটালস গ্রুপপর্ব থেকে বাদ পড়ায় ১২টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। দল যদি প্লে-অফে উঠতো তাহলে হয়তো সর্বোচ্চ রান সংগ্রাহক বনে যেতেন তিনি। তার মোট রান ৪৮৫, গড় ৪৪.০৯। চার ফিফটির পাশাপাশি আছে এক সেঞ্চুরি। তার এমন ছন্দ ভক্তদের আশা দেখাচ্ছে।
৩.গ্রাহাম ক্লার্ক : দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও ফাইনালে দারুণ খেলেন ক্লার্ক। ১৪ ম্যাচে ডানহাতি এই ব্যাটারের সংগ্রহ ৪৩১ রান, গড় ৩০.৭৮। একটি ফিফটির পাশাপাশি আছে একটি সেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংস ১০১ রানের। চিটাগংয়ের ফাইনালে ওঠার পেছনে দারুণ ভূমিকা ছিল এই ব্যাটারের।
৪.তামিম ইকবাল : বিপিএল ফাইনাল মানেই যেন তামিম ইকবালের আধিপত্য। ফরচুন বরিশালের এই অধিনায়ক এবারের ফাইনালেও খেলেন ৫৪ রানের ঝড়ো ইনিংস। তার ইনিংসেই জয়ের ভিত গড়ে দলটি। ১৪ ইনিংসে ৩৭.৫৪ গড়ে তামিমের সংগ্রহ ৪১৩ রান। সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস খেলেন। মোট ফিফটি ৪টি। এমন ইনিংসে ফাইনালসেরার পুরস্কারও নিজের করে নেন তিনি।
৫.এনামুল হক বিজয় : ফিক্সিং বিতর্কে নাম ওঠা রাজশাহীর ক্রিকেটার বিজয় ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন। ১২ ইনিংসে ৩৯.২০ গড়ে তার সংগ্রহ ৩৯২ রান। এক সেঞ্চুরির পাশাপাশি করেছেন দুটি ফিফটি। তবে, ব্যক্তিগত সাফল্যে এগিয়ে থাকলেও মাঠের বাইরের নানা ইস্যুতে সমালোচনায় পড়েন তিনি।