লিটন কি দলে ফিরবেন?
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/liton_das.jpg)
অনেকদিন থেকেই ছন্দহীন লিটন কুমার দাস। গত বিশ্বকাপের পর ১৩ ইনিংসে একবারও পাননি ফিফটির দেখা। ৭ ইনিংসে তো ১০ এর ঘরই পার হতে পারেননি। ফর্ম না থাকায় জায়গা পাননি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও। সেটি নিয়ে হয়েছে আলোচনা-সমালোচনা।
দল থেকে বাদ পড়ার পরই বিপিএলে ইতিহাসগড়া সেঞ্চুরি করেন লিটন। যাতে আবার আলাপ ওঠে তাকে জাতীয় দলের স্কোয়াডে ফেরানোর। সেটি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট কেউ অবশ্য কথা বলেননি এতদিন। অবশেষে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) মিরপুরে সংবাদ সম্মেলনে এই বিষয়ে কথা বলেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স।
সিমন্স বলেন, ‘লিটনের সঙ্গে আমার কথা হয়েছে। যখন দল ঘোষণা হয়েছে, স্কোয়াডে থাকতে না পেরে তার নিশ্চয়ই খারাপ লেগেছে। তার মতো একজনকে না পেয়ে আমাদেরও খারাপ লেগেছে। তাকে আমরা মিস করব। তবে, সে নিজেকে নিয়ে কাজ করছে। বিপিএলে দেখেছি কিছুটা ফর্মে ফিরেছে। ছন্দ ফিরে পেতে কঠিন পরিশ্রম করছে।‘
এর আগে দল থেকে বাদ পড়ে লিটন বলেছিলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাপারটা যদি বলেন, সেটা আমার হাতে নেই। এটা সম্পূর্ণ নির্বাচকদের ব্যাপার। শুধু আমি না, তারা কাকে খেলাবেন কাকে রাখবেন না, সেটি তাদের ওপর। আমার কাজ হচ্ছে পারফর্ম করা, যেটা এতদিন করতে পারিনি। আমার দলে না থাকার বিষয়টি পরিষ্কার, পারফরম্যান্স ভালো ছিল না। এখানে লুকোচুরির কিছু নেই। নির্বাচকদের মনে হয়েছে এই মুহূর্তে আমি দলের জন্য ফিট না। আর এটা এখন অতীত। আমাকে সামনের ম্যাচটাও শূন্য থেকেই শুরু করতে হবে।’