ইতিহাস গড়ার অপেক্ষায় লিটন

টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশের নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন লিটন দাস। ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক। দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি তার নেতৃত্বে সাফল্যেরে ধারাবহিকতা ধরে রেখেছে টাইগাররা। লিটনের সামনে এখন ইতহাস গড়ার হাতছানি। শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাট হাসলেই টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন তিনি।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিবের চেয়ে মাত্র ৫৫ রানে পিছিয়ে আছেন লিটন।
২ হাজার ৪৯৬ রান নিয়ে আজ শনিবার (১৩ সেপ্টম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবেন লিটন। জাতীয় দলের হয়ে ২ হাজার ৫৫১ রান করেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলা সাকিব। সম্প্রতি লিটনের ব্যাট থেকে যেভাবে রান আসছে তাতে সাকিবকে পেছনে ফেলে আজই তিনি ইতিহাস গড়তে পারেন।
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হকংকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। সেই ম্যাচে ৩৯ বলে ৫৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন লিটন। হংকংয়ের বিপক্ষে ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদকে ছাড়িয়ে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন লিটন। জাতীয় দলের হয়ে লিটনের রান এখন ২ হাজার ৪৯৬। এর আগে ২ হাজার ৪৪৪ রান নিয়ে দ্বিতীয় স্থানে ছিলেন চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মাহমুদউল্লাহ।
ম্যাচের হিসাবেও মাহমুদউল্লাহকে পেছনে ফেলেন লিটন। এই রান করতে রিয়াদকে খেলতে হয়েছিল ১৪১টি ম্যাচ। লিটন ১১১ ম্যাচেই সেটি ছাড়িয়ে যান।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার চার ও পাঁচ নম্বরে আছেন যথাক্রমে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তবে দুজনের রানই ২ হাজারের নিচে। চারে থাকা তামিমের রান ১ হাজার ৭০১ আর মুশফিকের ১ হাজার ৫০০।
লিটনের নেতৃত্বে বাংলাদেশ টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছ। এরপর এশিয়া কাপে জয় পেয়েছে প্রথম ম্যাচে। সর্বশেষ ১০ ইনিংসে ৪টি হাফসেঞ্চুরি রয়েছে তার, যার মধ্যে তিনটিই শেষ ৪ ম্যাচে। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা লিটনের ইতিহাস গড়তে আজ প্রয়োজন ৫৫ রান।