বাবরের প্রেমে মজেছেন কে এই সুন্দরী মডেল?
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/babor.jpg)
ভালোবাসার মানুষকে কেউ কিছু বললে রাগ ওঠা স্বাভাবিক। অধুনা সময়ে ভালোবাসার সঙ্গে যুক্ত হয়েছে আরেক শব্দ—ক্রাশ! শব্দটি পুরোনো, কিন্তু কাউকে ভালো লাগলে এখন সবাই বলে, ক্রাশ খেয়েছি। পাকিস্তানি ক্রিকেটার বাবর আজমের ওপর ক্রাশ খেয়েছেন এক মডেল। পাকিস্তানি সেই মডেল এতটাই মজেছেন বাবরে, তাকে নিয়ে কোনো হাসি-তামাশা সইতে পারেন না।
ইনস্টাগ্রামে পরিচিত মুখ দুয়া জাহরা। পাকিস্তানের এই মডেলের ওপর নিয়মিত ক্রাশ খান অন্যরা। আর তিনি বসে আছেন বাবরের ওপর ক্রাশ খেয়ে। সম্প্রতি পাকিস্তানের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে দুয়া হাজরা জানান বাবরের প্রতি নিজের দুর্বলতার কথা।
২৬ বছর বয়সী উঠতি এইঅভিনেত্রী ও জনপ্রিয় মডেল বলেন, ‘আমার ক্রাশ একজনই। তিনি বাবর আজম। তাকে আমার ভীষণ ভালো। বাবরকে নিয়ে যদি কেউ কোনো ঠাট্টা করে, আমার তখন ভালো লাগে না। তাকে নিয়ে কোনো বাজে কথাই সহ্য করতে পারি না। রাগ হয়। আবার নিজের মনটাও খারাপ হয়ে যায়।’
ইনস্টাগ্রামে ৩ লাখ ৫৩ হাজার ফলোয়ার রয়েছে দুয়া জাহরার। বাবরকে পছন্দ করা দুয়া জানান, যে তার জীবনসঙ্গী হবে, তাকেও ক্রিকেট পছন্দ করতে হবে। নইলে সম্পর্কই এগোবে না।