অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক স্মিথ, দলে এলো বড় পরিবর্তন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/steve_smith.jpg)
চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগে এভাবে ধাক্কা খাওয়ার কথা ভাবতে পেরেছিল অস্ট্রেলিয়া? ওয়ানডেতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দলটি। তর্কাতীতভাবে ক্রিকেটের সবচেয়ে অভিজাত দলটি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে খেয়েছে বড়সড় ধাক্কা। তা-ও এক নয়, একাধিক।
অধিনায়ক প্যাট কামিন্স থাকছেন না টুর্নামেন্টে, তা আগে থেকেই জানা। আসরে নেই পেস আক্রমণের আরেক নাম জস হ্যাজেলউড। এবার ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মিচেল স্টার্ক। প্যাট কামিন্স না থাকায় অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে স্টিভেন স্মিথকে।
অভিজ্ঞ স্মিথ খানিকটা হলেও বিপদেই পড়েছেন। পেস আক্রমণের তিন স্তম্ভ কামিন্স-স্টার্ক-হ্যাজেলউড নেই। এতে থামলেও হতো হয়তো। কিন্তু, টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দুই অলরাউন্ডার মিচেল মার্শ ও মার্কাস স্টয়নিস। চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ মার্শের। এদিকে, হঠাৎ করে অবসরের ঘোষণা দিয়েছেন স্টয়নিস।
স্মিথের নেতত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াডে তাই এসেছে ৫ পরিবর্তন। শন অ্যাবট, বেন ডারউইস, জ্যাক ফ্রেসার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসন এবং তানভীর সঙ্ঘ ডাক পেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে।
এদিকে, আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হয়েছে অস্ট্রেলিয়ার দুই ম্যাচের ওয়ানডে সিরিজ। সেখানে নেতৃত্ব দিচ্ছেন স্মিথ।