গোলবঞ্চিত মেসি-সুয়ারেজ, হার এড়াল মায়ামি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/15/messi_0.jpg)
প্রাক মৌসুমে টানা চার ম্যাচ জয়ের পর হোঁচট খেল যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। ওরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচে দলটির দুই বড় তারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ ছিলেন অনেকটাই নিষ্প্রভ। রোমাঞ্চের আভাস দিয়েছিলেন মেসি, নিয়েছিলেন দুটি ফ্রি-কিকও’ কিন্তু সেগুলো থেকে গোলের দেখা পাননি।
গতকাল শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের রেমন্ড জেমস স্টেডিয়ামে অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচে ২-২ গোলে ড্র করেছে মায়ামি। মায়ামির হয়ে তাদিও অ্যালেন্দে ও ফুকো গোল করেন। আর অরল্যান্ডোর হয়ে জালের দেখা পান ওজেডা ও এনরিকে।
ম্যাচের শুরুতে লিগ নেয় অরল্যান্ডো। ১৫তম মিনিটে অরল্যান্ডো সিটিকে লিড এনে দেন মার্টিন ওজেডা। পিছিয়ে পড়লেও সমতায় ফিরতে সময় লাগেনি মায়ামির। ২২তম মিনিটে সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বল থেকে দলকে সমতায় ফেরান নতুন চুক্তিবদ্ধ হওয়া তাদিও অ্যালেন্দে। প্রথমার্ধে মায়ামি ৮টি শট নিয়েছিল। তবে ১-১ সমতা নিয়েই তাদের বিরতিতে যেতে হয়।
বিরতি থেকে ফিরে ফের একবার লিড নেয় অরল্যান্ডো। ৫৪তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন রামিরো এনরিকে। ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে একের পর এক আক্রমণ চালায় মায়ামি। তবে, সমতায় ফিরতে দলটিকে অপেক্ষা করতে হয় ৯৩তম মিনিট পর্যন্ত। যোগ করা সময়ে ফুকোর গোলে কোনোমতে হার এড়ায় ফ্লোরিডার ক্লাবটি।
এই ম্যাচে জিততে না পারলেও প্রাক মৌসুমটা খারাপ কাটেনি মেসিদের। কোনো ম্যাচে হারতে হয়নি হাভিয়ের মাসচেনারো শিষ্যদের। আগামী ১৯ ফেব্রুয়ারি কনকাকাফ চ্যাম্পিয়ন্স ট্রফি কাপ দিয়ে এবারের মৌসুম শুরু হবে মায়ামির। এরপর ২৩ ফেব্রুয়ারি শুরু হবে মেজর লিগ। নিজেদের প্রথম ম্যাচে দলটির প্রতিপক্ষ নিউইয়র্ক সিটি।