বড় নিষেধাজ্ঞার শঙ্কায় মেসিদের কোচ

চোটের কারণে ইন্টার মায়াসির সবশেষ ম্যাচেও ছিলেন না দলের সেরা তারকা লিওনেল মেসি। তার অনুপস্থিতে নাটকীয় জয়ে লিগস কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে মায়ামি। তবে ম্যাচ শেষে দুঃসংবাদ পেয়েছে ক্লাবটি। লিটস কাপের সেমিফাইনাল তো বটেই, তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) লিগস কাপের কোয়ার্টার ফাইনালে টাইগার্স ইউএনএলকে ২-১ ব্যবধানে হারিয়েছে মায়ামি। এ ম্যাচে লালকার্ড দেখে মাঠ ছাড়েন মাসচেরানো। প্রথমার্ধে যোগ করা সময় নিয়ে অভিযোগ করেন তিনি। এক পর্যায়ে রেফারি তাকে লালকার্ড দেখান।
মাসচেরানোর লালকার্ড নিয়ে ম্যাচের পরে ক্ষোভ ঝাড়েন মায়ামির সহকারী কোচ জাভি মোরালেস। তিনি বলেন, ‘এটা স্পষ্ট নয়। ম্যাচে যেটা ঘটেছিল, প্রথমার্ধে অতিরিক্ত চার মিনিট সময় যোগ করেছিল রেফারি। কিন্তু আমরা ছয় মিনিট বা তার বেশি সময় খেলেছি। তাই আমরা বাড়তি সময় নিয়ে অভিযোগ জানাই। মানুষ হিসেবে আপনি কথা বলবেনই। অথচ রেফারি মাসচেরানোকে লাল কার্ড দেখিয়েছে।’
নিয়ম অনুযায়ী এক ম্যাচই নিষিদ্ধ থাকার কথা মাসচেরানোর। কিন্তু লালকার্ড দেখে ডাগআউট ছাড়ার পর টুর্নামেন্টের নিয়ম ভঙ্গ করেছেন মাসচেরানো। যে কারণে তার শাস্তি বাড়তে আরও দুই ম্যাচ। অর্থাৎ মোট তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি।
লালকার্ড দেখে ক্লাব বেঞ্চের উপরে থাকা ভিআইপি আসনে চলে যান মাসচেরানো। নিয়ম অনুযায়ী, লাল কার্ড দেখার পরে কোচ বাকি সময়ের খেলা দেখতে পারবেন। কিন্তু দলের কোনো কার্যক্রমে যুক্ত হতে পারবেন না। অর্থাৎ দলের সঙ্গে খেলা চলাকালীন তিনি কোনো যোগাযোগ করতে পারবেন না।
মাসচেরানো ঠিক এই নিয়মটাই ভঙ্গ করেছেন। ভিআইপি আসন থেকে সহকারী কোচকে নির্দেশনা তো দিয়েছেনই, তাকে থামানোর আগ পর্যন্ত চেঁচিয়েছেনও।
পরবর্তীতে টেলিভিশনের একটি ফুটেজেও দেখা যায়, ফোনে ক্লাবের আরেক সহকারী কোচ লুকাস রদ্রিগেজ পাগানোর সঙ্গেও যোগাযোগ করছিলেন মাসচেরানো। এমন নিয়ম ভঙ্গের কারণে শাস্তিস্বরূপ তিন ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন এ আর্জেন্টাইন কোচ।